আমাদের কথা খুঁজে নিন

   

গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করলেই আন্দোলন সফল হবেনা। আমাদের আন্দোলন সফল করতে হলে রাজপথে থেকে যুদ্ধ করতে হবে। মরতে হলে লরাই করে মরবো। তবু রাজাকারদের ফাঁসিতে ঝুলিয়ে দেশ কে রাজাকার মুক্ত করবো।

কিছুক্ষণ আগে এক আন্দোলনরত ভাই কে দেখলাম গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে নিজেকে জ্বালিয়ে দিয়ে তার আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটাতে চাইছে। আমি তার দেশ প্রেম দেখে অবাক হয়েছি। এবং দেশের প্রতি মানুষের এই ভালোবাসা আছে বলেই আজ রাজাকারদের ফাঁসির দাবিতে সারা দেশের মানুষ এক হতে পেরেছে। দেশ প্রেম আছে বলেই মহা সমাবেশে আজ লাখো মানুষের গন জোয়ার বইছে। লাখো কণ্ঠে একসাথে বার বার উচ্চারিত হচ্ছে 'রাজাকারের ফাঁসি চাই'।

বাংলার মানুষ আজ আবারও প্রমাণ করলো যে বাঙ্গালীর স্বাধীনতার গৌরব কে কলংকমুক্ত করতে তারা জীবন দিতেও প্রস্তুত। শুধু তাই নয়, বাঙ্গালীর এই আন্দোলন ততদিন ধরে চলবে যতদিন না সমস্ত রাজাকারদের ফাঁসি হয়। তাই আমি সেই সব সাহসী ভাইদের কে বলতে চাই, আমাদের কে এভাবে মরে গেলে চলবে না। আমাদের মরতে হলে লরাই করে মরবো। যতক্ষণ না দেশ রাজাকার মুক্ত না হয়, যতক্ষণ পর্যন্ত দেশের সরকার জামাত- শিবির কে নিসিদ্ধ না করে ততোক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।

আমরা আমাদের লরাই চালিয়ে যাবো। সারা দেশ ব্যাপী এই আন্দোলন চলবে। দেশের সাধারন মানুষ তাদের দাবি পুরন না হলে ঘরে ফিরবেনা। আজ আমরা শপথ করে রাজপথে নেমেছি। রাজাকারদের ফাঁসিতে ঝুলিয়ে জয়ী হয়ে তবেই বিজয়ীর বেশে ঘরে ফিরবো।

রাজাকারের বংশ নির্বংশ করে তবেই আমরা বিজয় উৎসবে মেতে উঠবো। লাল সবুজের ওই পতাকা উরধে তুলে ধরে চিৎকার করে বলবো, মা এই দেখ তোমার দেশের পতাকা আজ রাজাকার মুক্ত দেশের আকাশে কি সুন্দর ভাবে মাথা উচু করে উরছে। তোমার দেশের দামাল ছেলেরা স্বাধীনতার কলঙ্ক কে মুছে দিতে পেরেছে। আমার ভাইয়ের রক্তের বদলা আমরা নিতে পেরেছি। আমার বোনের সম্ভ্রম নিয়ে যারা পশুর মত খেলায় মেতেছিল, আজ তোমার বাংলার দামাল ছেলেরা সেই নরপশুদের তোমার বাংলার মাতিতেই পুতে ফেলতে সমর্থ হয়েছে।

জনতার সংগ্রাম চলবে। জয় বাংলা। জয় আমার মা, মাটি তথা আমার বাংলাদেশ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.