আমাদের কথা খুঁজে নিন

   

গায়ে হলুদের ছড়া

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।



আমার স্ত্রীর এক বোনের বিয়ে। অনুরোধে ঢেঁিক গিলে একটা ছড়া লিখে দিতে হলো। ধরে নেই তার নাম মিশা। মিশা এখানে মাস্টর্াস করছে। বিয়ের জন্য দেশে যাচ্ছে।

মিশার গায়ে হলুদ ============= মিশা মোদের আসবে হেথায় সাত সমুদ্র ঘুরে, এমন মজা কোরব, তোমার প্রানটি যাবে ভরে। নাচব মোরা গাইব মোরা নতুন চেনা সুরে, মিশা মোদের পরবে নতুন হলুদ শাড়ি ডুরে। ু তোমরা যত বন্ধু আছো খুব কাছে ও দুরে, রইলো দাওয়াত চলে এসো এই আমাদের ভিড়ে। ============= বলুন তো ব্লগার ভাইয়েরা কেমন হোল? কারো কোন সদুপদেশ থাকলে তাও দিতে পারেন।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.