আমাদের কথা খুঁজে নিন

   

মেট্রোরেলের ভিত্তিপ্রস্তর জুলাইয়ে : মেট্রোরেলের নকশা

কমপিউটার জগৎ এর ব্লগ এ বছরই বহুল আলোচিত মেট্রোরেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। যোগাযোগ মন্ত্রণালয়ের একটি সূত্র থেকে এ খবর নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, আগামী জুলাইয়ে মেট্রোরেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। মেট্রোরেলের নকশার একটা সারসংক্ষেপ যোগাযোগ মন্ত্রণালয় থেকে দেয়া হয়। মেট্রোরেলের নকশার একটা সারসংক্ষেপ এখানে দেয়া হয়েছে এ প্রকল্প বাস্তবায়ন করছে যোগাযোগ মন্ত্রণালয়।

ওই মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান, পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের পর দুই-তিন বছর প্রকল্পটির কাজ হবে কাগজে-কলমে। এর মধ্যে রয়েছে নকশা তৈরি, জমি অধিগ্রহণ, কোম্পানি গঠন, লোকবল নিয়োগসহ নানা বিষয়। এ প্রসঙ্গে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক গণমাধ্যমকে বলেন, ১৫ জুলাই ভিত্তিপ্রস্তর স্থাপন করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। তিনি আরও জানান, মেট্রোরেলের নকশা এখনও চূড়ান্ত হয়নি। তিনি বলেন, তারপরও প্রকল্পের কাজের শুভ সূচনার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

এই প্রকল্পটা বাংলাদেশে প্রথম এবং খুবই গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, নকশা প্রণয়নের কাজ একদিকে হবে। অন্যদিকে নির্মাণকাজ শুরুর চেষ্টাও চলবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।