আমাদের কথা খুঁজে নিন

   

প্রাইভেট ইউনি, দায়িত্ববোধ, দেশে থাকা ও কিছু কথা

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

গত দুদিন ধরে এ সম্পর্কে লেখালেখি হচ্ছে। আমি প্রাইভেট ভার্সিটিতে পড়ি, আসেন সবাই একটা করে গালি দিয়ে যান পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্ববোধ এ সম্পর্কে আমি কিছু বাস্তব চিত্র তুলে ধরতে চাই। শুধুমাত্র বড়লোকের বখে যাওয়া সন্তানরা এসবে পড়ে তা ঠিক নয়। আমার পরিচিত এমন কিছু লোক আছে যাদের বাবা খুব কম উপার্যন করে। তারা নিজের জমি বেচে প্রাইভেট ইউনিতে পড়েছে।

অনেকে খুব কষ্ট করে টাকা যোগার করে পড়েছে। কিছু কিছু প্রাইভেট ইউনিতে শিক্ষার মানও ভালো। আর দায়িত্ববোধের কথা সেটি নাগরিক হিসেবে সবারই থাকা উচিৎ। যার নেই তার প্রাইভেটে পড়লেও নেই পাবলিকে পড়লেও নেই। পাবলিক ইউনির ছাত্রদের সবার কি দেশের প্রতি দায়িত্ববোধ আছে? ১০০ ধর্ষন করা মানিকের বেলায় কি বলবেন? পিন্টুর বেলায় কি বলবেন? তারা তো পাবলিক উইনির ছাত্র।

এবার আসুক বিদেশে যাবার কথা। একজন ভালো ছাত্র দেশে থেকে কি করতে পারে বলুন? আমি এমন অনেক ছাত্র দেখেছি মেধা খারাপ হলেও শুধুমাত্র বিদেশী ডিগ্রীরজোরে যারা চাকরী পাচ্ছে। আমাদের দেশের ছাত্রটি যোগ্য হয়েও চাকরী পাচ্ছে না। কারন আমাদের চাকুরীদাতারা বিদেশী ডিগ্রীকে বেশী প্রধান্য দেয়। কোনটি কোন মানের সেটি বিবেচ্য নয় বিদেশী হলেও তাদের কাছে ভালো।

আর যে ছাত্রটি বৃত্তি নিয়ে বিদেশে পড়ছে সে কিন্ত্তু সে দেশের সরকারের টাকায় পড়ছে সে দেশের প্রতিও কি তার দায়িত্ব থাকা উচিৎ নয় কি? আর আম যতটুকু জানি, সুযোগ পেলে আমাদের ৯০ ভাগ প্রবাসীরাই দেশে চলে আসবে। যে একবার বিদেশে যায় সে বুঝে দেশ কি জিনিস। বিদেশের মত আরাম আয়েশ নয় শুধু সামাজিক নিরাপত্তা ও ভালো ভাবে কিছু করে খাবার নিশ্চয়তা পেলে অনেকেই দেশে ফিরতে আগ্রহী আমরা কি পারি তাদের মেধাকে কাজে লাগাতে। এ দেশে একজন প্রোগ্রামারের কাজ চিঠি টাইপ করা। আর জামিলুর রেজা হচ্ছে আই,টি বিশেষজ্ঞ।

যার চাপাবাজীর দক্ষতা যত বেশী এদেশে সে তত দক্ষ বলে বিবেচিত হয়। ডঃ মুহাম্মদ শহীদুল্লা বলেছিলেন " যে জাতি প্রতিভার মূল্যায়ন করে না সেখানে প্রতিভা জন্মায় না। " আমাদের দেশে যারা পানি দিয়ে গাড়ি চালানোর পদ্ধতি আবিস্কার করছে । বিদ্যুৎ ছাড়া লাইট জালাচ্ছে তাদেরকে আমরা কতটুকু মূল্যায়ন করছি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.