আমাদের কথা খুঁজে নিন

   

কতদূর........

অতীব জরুরী

হ্যালো ঢাকা...... প্রতিটি দিন যায় কর্ম ব্যস্ততার মধ্যে। কিন্তু তার পরও যেন সময় কাটেনা । সারাক্ষণ ভাবনা কবে আসবে বৃহস্পতিবার, কখন বাজবে আটটা, কখন চলতে শুরু করবে গাড়ী। আবার এসেছি মাত্র ২৪ ঘন্টার জন্য প্রিয়-অপ্রিয় এই ঢাকায়। আমার কর্মস্থল সুদূর সাতক্ষীরাতে- আমার পারমানেন্ট এ্যাডরেজ দেখে কর্তৃপক্ষ আমাকে posting দিয়ে দিয়েছে।

কিন্তু একবারের জন্য ভাবেনি আমার গত ১৪ টি বছর কেটেছে বাইরে বাইরে। আমার পরিবারের একটি অংশ থাকে ঢাকাতে, আর একটি অংশ সাতক্ষীরায় (আমার গ্রামে) আর আমি একা থাকি আমার কর্মস্থল সাতক্ষীরায় (শহরে)। ইদানিং আমার অফিসের সবাই বলাবলি করে- স্যারের তিনটি ফ্যামিলি। আমিও ভেবে দেখলাম তাইতো আমার তো তিনটি ফ্যামিলি। আমাদের (মধ্যবিত্ত) সবকিছু কেমন যেন অগোছালো।

আমরা কোন একটি নির্দিষ্ট কড়িডোর দিয়ে হাটতে পারিনা। হ্যাঁ আমাদের নির্দিষ্ট কোন কড়িডোর না থাকলেও যা আছে তাহলো- অনির্দিষ্ট একাধিক রাস্তা। বেছেনিতে হয় কোন পথটি সুবিধার হবে। সুখের কথা কিন্তু অনেক কষ্টের পথ। ভয় পেয়োনা বন্ধু this is life. Because, Struggle+ Hardworking=human being ভাল থেকো........ দেখা হবে.. আগামীতে


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।