আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ বসন্ত ঃ কতদূর আর কতদূর??(রি-পোস্ট পরিবেশনা)

দুঃখের জল,করে ছল-ছল... বাংলা প্রকৃতি অনুসারে বসন্ত আসতে আর ও কয়েক মাস বাকি। তা শুরু হবে মধ্য ফেব্রুয়ারি তে। আজ আমি প্রকৃতির বসন্তের কথা বলতে চাইছিনা। বলছি,চলমান ২০১১ তে আরব বিশ্বে ঘটমান আরব বসন্তের মত আমাদের বাংলাদেশ বসন্তের কথা। সত্তি-ই কি বাংলাদেশে “বাংলা বসন্ত” হওয়া সম্ভব??? এই কথার উত্তর দেবার আগে আরও কিছু আলোচনা করা প্রাসঙ্গিক ভাবেই জরুরি।

আশাবাদি মানুষ হিসেবে আমি আমাদের তরুন প্রজন্মকেই এই বাংলাদেশ বসন্তের অনুঘটক ভাবতেই পারি। তবে,এই অস্থির তরুন প্রজন্মের কতটা নেত্ৃত্ব দেবার সাম্র্থ্য আছে,সেটা চিন্তার বিষয়। প্রথমে আমরা বাম-প্রগতিশীল তরুনদের কথা বলি। কোন রকম পক্ষপাত বা বিদ্ধেষ না করেই ্বলছি মুখে মারক্স-লেলিন,আর বুকের টি-শাট্র্-এ চে থাকলেই প্রগতিশীল হয়া ্যায়না। উদ্ভট ফ্যাশন,সহরাওারদি উদ্যানে বা আজিজে বসে িপ্লবী পুস্তকপাঠ,কিংবা সন্ধ্যায় ইউনিভার্সিটি র অন্ধকার কোনায় বসে গাজার কল্কি তে সুখটান দিয়ে বুদ হয়ে সমাজ বদলের সপ্ন অলিক ই থেকে যাবে।

তাই বোধহয়,ছাএ্র্ সমাজেও এরা গুটি-কয়েক সমর্থিত। ব্লগ-এ সবকিছুতে সবচেয়ে বেশি সরব ,সাথে আক্রমনাত্নক এই প্রগতিশীল রাই। মুখের ভাষা যে কি পরিমান খারাপ হতে পারে,এদের কমেন্ট পড়লেই বুঝা যায়। অথচ,সমাজ বদলের মত কোন কাজ করতে পারার সবচে যোগ্য কর্মি হতে পারত এরাই। এবার ইসলাম পন্থিদের কথা।

বর্তমান সময়ে ইসলাম পন্থি ছাএ্র্ সঙ্ঘঠন দিয়ে আর যাই হোক বাংলাদেশ বসন্ত এর মত কোন যজ্ঞ এদের দিয়ে সম্ভব না। এদের না আছে লেখাপড়া মানে আধুনিক লেখাপড়া-জ্ঞান,না তেমন জনভিত্তি। আছে কেবল “হুজুরের নি্র্দেশে” মাথা গরম করে ইয়া বড় লাঠি নিয়ে জঙ্গি মিছিল করা। একটু আলাদা করে শিবিরের কথা বলি। এদের চেইন অফ কমান্ড ভাল।

কিন্তু,যুদ্ধ-অপরাধি জামাতে ইসলাম -এর ছাএ্র্ সঙ্ঘঠন,তথাকথিত রগ কাটার রাজনীতির সাথে মাএ্াতিরিক্ত অপপ্রচার আর নানা কারনেই এই “বাংলা বসন্ত” এ নেত্ৃত্ব তাদের দেয়া সম্ভব না। এই মুহুর্তে জনগন ও তা মেনে নেবেনা। এবার একটু হিজবুত তাহরির এর কথা বলি। এরা মুলত থিউরি বেজড সংগঠন। দেশের ভীশন মেধাবি ছাত্র্-শিক্ষক,বা প্রাইভেট ভার্সিটির ধনী ছাত্র্ রাএতে জড়িত থাকলেও এদের “খিলাফত” প্রতিশ্ঠা সম্ভব নয়,আর “বাংলাদেশ বসন্ত”-ও নয়।

তারপর আমাদের দেশের প্রধান দু’দলের ধামাধরা ছাত্র্ সংঘঠন এর কথা বলি। আমার এক বন্ধু কিছুদিন আগে বলেছিল, ছাত্র্বলীগ তাদের বর্তমান কর্মকান্ড নিয়ে কথা বললে শরীর নাপাক হয়ে যায়। এ কথা শোনার পর আমি আর সেদিন কিছু বলতে পারিনি। আজ-ও বলবনা। আর,ছাত্রদল আছে নিজেদের মধ্যকার অন্ত্দলয় কাইজ্জা আর পদ-দখল নিয়ে।

তাই,এই দুইটা কে নিয়ে মহান “বাংলাদেশ বসন্ত” সম্ভব নয়। তবে,কে??? কে করবে স্বপ্নের “বাংলাদেশ বসন্ত” এর প্রারম্ভিক সূচনা...??? স্মৃতি নিয়ে যায় সেই আরব বসন্তের সুচনায়... আমার-আপনার-আমাদের মত ইউনিভার্সিটি এর ডিগ্রী নিয়ে বের হওয়া বেকার ্সেই যুবক,যে কিনা ক্ষোভে –দুঃখে–যন্ত্রনায়- গায়ে আগুন দিয়ে আত্তাহুতি দিয়েছিল। আর,তারপর,সেই আগুন ছড়িয়ে গিয়েছিল সারা আরব বিশ্বের অনেক স্থানে... হ্যা,আমার-ই পারি,কারন আমরা ৯৯%। আমরা-ই পারি আমাদের অধিকার-নায্য পাওনা আদায় করে নিতে। বর্তমান এই চলমান বিষাক্ত রাজনীতি-ধনতান্ত্রিক সমাজনীতি-মারাত্নক দুর্বল অর্থনীতি-দুর্নীতি-অবিচার এর বিরুদ্ধে এখনি সময় “বাংলাদেশ বসন্ত”-এর।

প্রকৃতি এর বসন্ত,সেটা না হয় একটু পরেই আসুক...। আসুন,আমরা আরেকবার জেগে উঠি,সত্যিকার ভাবেই জেগে উঠি,গর্জে উঠি,সেই মহান ৭১ এর মত... ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.