আমাদের কথা খুঁজে নিন

   

তাহলে বিদায় (সাময়িক) বলি সামু ব্লগ?

জামাত-শিবির দূরে গিয়া মর! আস-সালামু-ওয়ালাইকুম। চিনছেন মোরে? আমি হেক্টর । প্রিন্স হেক্টর। চেনার তো কথা, গত আড়াই মাস ধইরা আপনেগো সাথে ব্লগিং করতাছি। এখনো যদি না চিনেন তাইলে আর কি কমু? (অ খোদা, মাইরালা মোরে মাইরালা) তো কথা হইলো গিয়া, সামনে আমার পরীক্ষা (০৩ মার্চ থেকে ০৯ এপ্রিল)।

যদিও এই সেমিষ্টারে কোন পরীক্ষা থাকে না। কিন্তু আমি তো হেক্টর দ্য ব্রিলিয়ান্ট পোলা। অতি সাফল্যের সাথে গত তিন সেমিষ্টারের ছয় বিষয়ে রেফার্ড পাইয়াছি সামনে পরীক্ষা। তাছাড়া এখনতো আবার ফাইনাল ইয়ারে আছি। তাই সিদ্ধান্ত লইছি ০৯ এপ্রিল পর্যন্ত আর নেট চালামু না।

(মাঝে মইধ্যে এক-দুই দিনের জন্য বেড়াইতে আইবার পারি)। যাওনের বেলায় সাম্প্রতিক সময়কার নিজের জীবনের একখান ঘটনা কয়া যাই সাড়ে চারমাস ইন্ডাষ্ট্রিয়াল এটাচমেন্ট এর লাইগা ঢাকায় ট্রেনিং করতে গেছিলাম। আমগো ক্লাস থেইকা ছয়জন (আমি সহ) গেছিলাম মিরপুর, আরও অনেকে অনেক জায়গায় গেছিল। তো ট্রেনিং খতম কইরা এতদিন পর আইলাম কলেজে, অনেকদিন পর সবাই একজায়গায় হইছি, দোস্তগের সাথে ধুমায়া আড্ডা মারতেছি, এর মইধ্যে এক বদমাইশ দোস্ত সবাইরে কইলো আমার নাকি বিয়া ঠিক হইছে। আমার বাপের বন্ধুর মাইয়ার সাথে।

দেখতে নাকি পরীর মত সুন্দরী, আমার শ্বশুর নাকি উড়াধুরা বড়লোক। মেয়ের ফ্যামিলি গুলশানে থাকে। আপাতত আংটি পড়াইয়া আইছে, বউ ঘরে আনবো নাকি দুই/আড়াই বছর পর। ব্লা.. ব্লা.. ব্লা... মানুষ যে এম্নে বিশ্বাসযোগ্যভাবে মিথ্যা কথা বলতে পারে, তখন বুঝলাম। আমারে দোস্ত কইলো কয়দিন একটু মজা নিবার দে।

শত হইলেও বন্ধু বইলা কথা। আমাদের ক্লাশে কয়েকটা মাইয়া আছে, অগো কানে কুনো কথা গেলে আধাঘন্টার ভেতর সারা কলেজে সেই খবর ছড়ায়া যায়। একটু পরই দেখি ক্লাশের সবাই আইসা কংগ্রাচুলেশন জানাইতেছে। আমিও থেংকু দিলাম । ক্লাস শেষে দোতলা থাইকা নিচে নামছি, আরো কয়েকজন জাইত্যা ধইরা জানবার চাইলো ঘটনা সত্যি কিনা? আমি কি কমু? এট্টু মিচকা হাসি হাইসা দিলাম।

ফলাফল তেনারা ২০০% শিওর হয়া গেলেন। বাড়ি আইছি। গোসল কইরা ভাত খামু, দেখি আমাগো ইন্সট্রাক্টর (টিচার) ফোন দিছে, আমারে কনগ্রাচুলেশন জানাইলো। কইলো দাওয়াত দিতে। সন্ধ্যায় আম্মার কান পর্যন্ত খবর পৌছায়া গেলো ।

আম্মায় আমারে ধরলো । সব কইলাম, ক্যাম্বায় ছড়াইছে তাও কইলাম। আম্মায় আর কিছু কয় নাই। সাময়িক বিদায় সামু ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.