আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়াকে রাসায়নিক অস্ত্র দিয়েছে রাশিয়া, মার্কিন অভিযোগ

সিরিয়াকে রাসায়নিক অস্ত্র সরবরাহ করেছে রাশিয়া বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেল অভিযোগ করেছেন।

গতকাল বুধবার সিরিয়ায় হামলার বিষয়ে মার্কিন ফরেন রিলেশন্স কমিটিতে শুনানির সময় এ অভিযোগ করেন তিনি। 

এ সময় হ্যাগেল আরো দাবি করেন, এটি কোনো গোপন বিষয় নয় যে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কাছে প্রচুর পরিমাণে রাসায়নিক অস্ত্রের মজুদ রয়েছে।

হ্যাগেলের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে রিপাবলিকান সিনেটর জো উইলসন জানতে চান- এসব অস্ত্র কোথা থেকে এসেছে। জবাবে হ্যাগেল দাবি করেন, রাশিয়া এসব রাসায়নিক অস্ত্র দিয়েছে। এছাড়া, নিজেরা কিছু তৈরি করেছে।

এদিকে, রাশিয়ার সামরিক বিশেষজ্ঞরা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর এ অভিযোগকে  মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।

তারা বলেছেন, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল যেমন ইরাকের কাছে গণবিধ্বংসী মারণাস্ত্রের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিথ্যা বলেছিলেন তেমনই মিথ্যা বলেছেন চাক হ্যাগেল।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।