আমাদের কথা খুঁজে নিন

   

রূপরেখা ব্যর্থ হলে সিরিয়াকে পরিণতি ভোগ করতে হবে

রুশ-মার্কিন রূপরেখা অনুযায়ী রাসায়নিক অস্ত্র ধ্বংসে ব্যর্থ হলে সিরিয়াকে তার পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
সুইজারল্যান্ডের জেনেভায় তিন দিন আলোচনার পর গত শনিবার সিরিয়ার মিত্র রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে দামেস্কের রাসায়নিক অস্ত্রের বিষয়ে মতৈক্যে পৌঁছায়। ওই সমঝোতা অনুযায়ী সিরিয়াকে এক সপ্তাহের মধ্যে তার রাসায়নিক অস্ত্র মজুতের তালিকা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হস্তান্তর করতে হবে। আগামী বছরের প্রথমার্ধের মধ্যে সেগুলো ধ্বংস করা হবে।
এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়ে ওবামা বলেন, এই রূপরেখা ‘গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ’।

তিনি রূপরেখা বাস্তবায়নে প্রকাশ্যে অঙ্গীকার করতে সিরিয়া সরকারের প্রতি আহ্বান জানান। রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে মার্কিন হামলার ঝুঁকিতে পড়া দেশটির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ওবামা বলেন, ‘কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। ’
মার্কিন কর্মকর্তারা মনে করেন, সিরিয়া রূপরেখা বাস্তবায়নে ব্যর্থ হলে প্রেসিডেন্ট ওবামা জাতিসংঘের অনুমোদন ছাড়াই দামেস্কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। সেই এখতিয়ার তাঁর রয়েছে।
এদিকে রুশ-মার্কিন সমঝোতার মাধ্যমে প্রতিষ্ঠিত এ রূপরেখায় সন্তোষ প্রকাশ করেছে জাতিসংঘ, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও পাশ্চাত্যের সামরিক জোট ন্যাটো।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল রোববার বেইজিংয়ে বলেন, রুশ-মার্কিন রূপরেখা ‘সিরীয় পরিস্থিতির উত্তেজনা শিথিল করতে ভূমিকা রাখবে। ’ সিরিয়া সংকটের বিষয়ে রাশিয়ার মতো চীনও প্রেসিডেন্ট বাশারের পক্ষে।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়াস গতকাল বেইজিংয়ে বলেন, এই রূপরেখা গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এক বিবৃতিতে বলেন, বাশার সরকারকে এখন এই রূপরেখা বাস্তবায়ন করতে হবে।
সিরিয়ার প্রতিবেশী ইরানের পার্লামেন্টের স্পিকার আলী লারিজানি এক প্রতিক্রিয়ায় বলেন, মার্কিন নীতিনির্ধারকেরা সিরিয়ায় হামলার বিপদের বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন।


ইসরায়েলে কেরি: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল ইসরায়েল সফরে গিয়ে সিরিয়াবিষয়ক রূপরেখা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। কেরির আজ সোমবার প্যারিস যাওয়ার কথা। বিবিসি ও এএফপি। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.