আমাদের কথা খুঁজে নিন

   

Windows XP Professional With SP3

A Prayer that can change our life

শুভ সকাল!!! কেমন আছেন সবাই। আই থিংক ভেরী গুড। আমি সব সময় একটু আজাইরা প‌্যাঁচাল এর পক্ষে। তবে আজকে বেশী সময় নষ্ট করব না কারন খুব ঘুম পাচ্ছে। গত ৩ রাত্র নির্ঘুম কাটিয়ে আজ আমার খুবই ঘুম পাচ্ছে।

এবার একটু খুলেই বলি!!!??? গত রবিবার এক ছোট ভাই ফোন করে ইউন্ডোজ এক্সপি-এর সিরিয়াল নাম্বার জানতে চায়। তাকে অনেকবার বলার পরও সে বলছে, ভাই হইতাছে না তো। তখন বললাম, পূর্বে কখনো এক্সপি সেটআপ করছেন? উত্তরে সে বললো না। আমি বললাম ভাই আপনাকে দিয়ে হবে। না দয়া করে গুতাগুতি কইরা কম্পিউটার বেচারাকে লজ্জা দিয়েন না।

সেদিন থেকেই মাথায় ঘুরপাক খাচ্ছিল যে কিভাবে এক্সপির সিরিয়াল ও সেটআপ ইনফরমেশন ইন্টিগ্রেট করা যায়। তারপর তিন রাত নির্ঘুম কাটানোর পর কিছুক্ষন আগে সফল ভাবে বার্ন কমপ্লিট করলাম। তাছাড়া টেষ্ট করার জন্য ভার্চুয়াল পিসিতে ট্রাই করলাম। আল্লাহর অশেষ কৃপায় অবশেষে সফল সমাপ্তি। আর একটা কথা এটা কিন্তু সার্ভিস প্যাক ৩ ইন্টিগ্রেট করছি।

কষ্টের কথাঃ ডিস্ক লেবেল নিয়া মহা ঝামেলা হইছিল, ৭ ঘন্টা পর সমাধান হইছে। ছোট ছোট দু'আ কামনায় আল্লাহ হাফেজ। @@তানজীল http://www.tanjil.tk

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.