আমাদের কথা খুঁজে নিন

   

নিকটবর্তী হলে নাতিশীতোষ্ণ হয় ভালোবাসা আমাদের

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

নিকটবর্তী হলে নাতিশীতোষ্ণ হয় ভালোবাসা আমাদের শাফিক আফতাব...................... নিকটবর্তী হতেই ঝলমল করে শহর, লাল নীল দীপাবলীতে মুখরিত গগনচুম্বি স্থাপনা ভেতরে গলিত লাভা অগ্ন্যুতপাত ঘটাতে চায়__বৃষ্টিপাত ঘটাতে চায় ভাসমান মেঘ। তুমি আমি সমান্তরালে চলি__নিরবধি জল বয়ে যায় নদীরস্রোতে ভেতরে বাজে ব্যঞ্জনা হৃদয়-বেদনার আঁধার ঘন হয় আর হয় সুবাসে মাখা__নিঝুম রাতে গভীর হয়ে মিশে থাকো হৃদয়ে আমার।

স্পর্শেই ঠিক জেগে ওঠে রক্তে শ্লোগান__ পৃথিবীকে তখন মায়াবী পুরীরদেশ মনে হয়; তোমার মুখে সংগীতের সুর আসে আবহমান : তুমি হও তখন রাজদুলারী আর আমি হই রাজার তনয়। নিকটবর্তী হলে নাতিশীতোষ্ণ হয় ভালোবাসা আমাদের গভীর হই_ঋদ্ধ হই__দায় সব মিটে যায় এই জনমের। ০৫.০৯.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.