আমাদের কথা খুঁজে নিন

   

হঠাৎ যে কারনে আমি ভীত হয়ে গেলাম বা তব্দা খেলাম

Selfish Shellfish

এমনিতে গান-বাজনার প্রতি আমার এমন কোন বিশেষ আকর্ষন নেই। তবে শুনি। এবং প্রায় সময়ই পরীক্ষামূলকভাবে নানারকম গান শুনি। পরীক্ষা করি বেশির ভাগ নানা ধরন এবং নানা ভাষার গান শুনে। গত বছর কোন এক সময় এক আফগান বংশোভুত লোকের গান পেলাম।

মিউজিকের সাথে কথাগুলো যদিও খুব বেশি খাপ খাচ্ছিলো না বলে মনে হয়েছিলো... কিন্তু মাঝে ২/১ টা শব্দ বুঝতে পারায় আবার সুরটাও একটু জমকালো হওয়ায় মাথায় আটকে যায়। আজকে আবার মনে পড়লো গানটা। য়ুট্যুবে পেয়েও গেলাম। সেই গাতক গত এক বছরে নিজের নাম যশ ক্ষ্যাতি বাড়াতে সার্থক হয়েছে। এর মাঝে ২টো ওয়ার্ল্ড ট্যুরও দিয়ে দিয়েছে।

খুবই ভালো সংবাদ! তার অন্যান্য গানও শুনার চেষ্টা করলাম... মনে হলো ভালোই... তো আমার এক অভ্যাস আছে। যেটা আজকাল অনেকেরই হয়েছে ফেসবুকে ফ্যানপেজ ব্যবস্থা চালু করার পর। মানুষজন আজকাল দেখি আল্লহ্-কে ভালোবাসির ও ফ্যান ও হয়! আমি যদিও ঐ পর্যায়ের ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করিনা, কিন্তু মানুষজন বা সিনেমাটিনেমার পাখ্না হতে আমার বিপুল আগ্রহ। যাই হোক... কয়েকটা গান ভালো লেগে গেছে সেই জার্মানীতে বসবাসরত আফগান গাতকের, এখন তার পাখ্না হওয়া আমার জায়েয তাই তার নামটা লিখে খুঁজতে যাব... তখন যেন আচম্কা এক দৈব চড় খেলাম... তিশমারও ৮৩২ জন পাখ্না আছে ফেসবুক ফ্যানপেজে। হয়তো আমারই মতো কোন এক বৈদেশীয় তার ডানা হয়ে বসে আছে।

তার নাচ-গান দেখে মুগ্ধ... শেষ পর্যন্ত আর সেই গাতকের ডানা হতে পারলাম না পুনশ্চ- মাত্র ঘেটে দেখলাম, সেই গাতকের বর্তমান পাখ্নাসংখ্যা ৩৮৩... যদিও তিনি ইউরোপ আমেরিকায় ট্যুর দিয়েছেন। আমারতো বরঞ্চ আমাদের তিশমার ডানাই হওয়া উচিৎ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।