আমাদের কথা খুঁজে নিন

   

দুষ্টামি



চার বছরের দুষ্ট পাপ্পুর দুষ্টামির বিবরণ আর কি দেব!? সকালে ঘুম থেকে উঠেই যদি 'মাঠে খেলতে যাব, মাঠে খেলতে যাব' বলে কান্না শুরু করে- তবে কেমন লাগে বলুন? আজও তার ব্যাতিক্রম হলনা। 'মাঠে খেলতে যাব, মাঠে খেলতে যাব'বলে পাপ্পু যখন কান্না শুরু করল বাসার কাজের ছেলে মামুন হল মহা খুশি। পাপ্পুর সাথে সে ও কিছুক্ষণ বাইরে থেকে ঘুরে আসতে পারবে। সুতরাং বাইরে যাবার ব্যাবস্থাটা পাকা পোক্ত করতে ফিসফিসিয়ে - হিসহিসিয়ে, পটপটিয়ে - খটখটিয়ে পাখীর কানে কিছু একটা বলল। ফাঁকির রানী পাখী, যে কিনা পড়াশোনায় 'ফাঁকিবাজির ১০০০ উপায় সাথে ১টা ফ্রি' বই লেখার ধান্দায় আছে, মিষ্টি হেসে একটু কেশে ছুটল শিষ্য তিতলীর খোঁজে।

তিতলী ওদিকে তার 'বারবী' পুতুলের পোশাক পাল্টাতে ব্যাস্ত। তাতে কি! গুরু ডেকেছে যখন তখন কি আর পুতুলের মায়া করলে চলে? ব্যাস্ত হাতে পুতুলের জামার ফিতে বেধে পরিমরি করে ছুটল গুরুর দিকে। এমন সময় ঘটল এক ঘটনা। শুধু ঘটনা নয় মজার ঘটনা। পরিমরি করে ছুটতে গিয়ে তিতলী পড়ল মামুনের গায়ে আর মামুন পড়ল চেয়ার নিয়ে।

ব্যাথায় মামুন করে 'উহ্ আহ্' আর তিতলী কাঁদে 'ভ্যা ভ্যা'। আর পাপ্পু! কান্না ভুলে শুরু করে 'হাঃ হাহ হা হা হা--'। পাপ্পুর কান্না থামায় বাসার খুশি। বেজার হল কেবল মামুন আর পাখী। উপায় না দেখে পাখী গিয়ে বসল পড়ার টেবিলে, তিতলী পুতুল নিয়ে আর মামুন দুঃখ ভোলার চেস্টা করল বাজারে গিয়ে।

রাগে দুঃখে তার গা জ্বলছে। সব কিছু কেমন গুছিয়ে এনেছিল। 'হতচ্ছারা তিতলীর জন্য সব পন্ড হল। বাইরে যাওয়ার দুঃখ না হয় ভোলা গেল গায়ের ব্যাথা ভুলবে কি করে? পড়বি তো পড়, যত খুশি পড় - তাই বলে আমার উপড় পড়তে হবে! কোমড়টা মনে হয় ভেঙ্গেই গেছে। কোমড়ের ব্যাথায় সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছি না।

এর শোধ তুলতেই হবে। ' মনেমনে ভাবল মামুন। রাতে পাখী আর তিতলী এক খাটে ঘুমায়। মাঝ রাতে চ্যাঁচামেচিতে ঘুম ভাঙ্গে সবার। কি হয়েছে? কি হয়েছে? কেন পাখী এভাবে কাদছে? বাড়িতে কি ডাকাত পড়েছে? সবাই এক যোগে জানতে চায়।

হাতের ইশারায় পাখী ভেজা বিছানা দেখায়। অবধারিত ভাবে দোষ গিয়ে তিতলীর ঘাড়ে পড়ে। "তিতলী আমার বিছানায় সুসু করল কেন" এই ইস্যুতে ১ সপ্তাহ পড়াশোনা বিরতীর ঘোষনা দেয় পাখী। রাতের নিরবতা ও শান্তি উভয় বজায় রাখার জন্য বিরতী মেনে ঘুমাতে যায় সবাই। ৭ বছরের তিতলী বিছানায় সুসু করার দুঃখ ও অপমানে চুপ করে থাকে।

পরদিন সকালে মামুন হাসতে হাসতে বাজারে যায়। মনটা তার বড় খুশি। কেউ না জানুক সে তো জানে রাতে কি হয়েছিল। সুযোগ বুঝে সে ই যে এক মগ পানি ঢেলে দিয়েছিল বিছানায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.