আমাদের কথা খুঁজে নিন

   

আমার দুষ্টামি এবং মার খাওয়া ....................



আমি ছোট বেলায় বাচ্চাদের খুব আদর করতাম এবং তাদের সাথে দুষ্টামি করতে ভালো বাসতাম । দুই-তিন মাসের বাচ্চাদের কোলে নেবার জন্য কান্নাকাটি শুরু করতাম,আবার কোলে নিলে বেশীক্ষন রাখতে পারতাম না পরে যাবার ভয়ে। এই জন্য মাকে খুব জ্বালাতন করতাম বলতাম চলো পাশের বাড়ীতে আর সেই কারনে মারও খেতাম। কোন কোন সময় আশে-পাশের বাড়ীতে ঢুকে পড়তাম । তাদের সাথে খেলা করার জন্য তখন তার মা বলছে ও ঘুমিয়ে আছে।

আমি তারপর ও সুযোগ বুঝে তার ঘরে ঢুকে পড়তাম । গিয়ে তাকে চিম্‌টি কাটতাম বা ঘুম থেকে জোর করে তুলে ফেলতাম। আমি ছেলে হলেও হাড়ি-পাতিল,পুতুল বউ খেলা করতাম। এই নিয়ে কত ঝগড়া-ঝাটি মারামারি সমবয়সিদের সাথে করেছি । হিরা-মুক্তা নামে দুই জমজ বোন ছিল।

হিরার নাভি চিল পটকা মাছের মত একটু বড় তা নিয়ে প্রায় সময় টিপাটিপি করতাম। রুমিকে নিয়ে খেলতে খেলতে নতুন মসজিদ বানাইতেছিল,সেখানে চলে যাই,তারপর এক সময় সে পানির হাউজে পরে যায়। ওর মাটা ছিল খুবই রাগি। এছাড়া আরো অনেক দুষ্টামি বাচ্চাদের সাথে করতাম। আসলে তখন তো আমিও নিজেই বাচ্চা ছিলাম।

তারপর ও মা, বড় ভাইয়ের কাছে কম্‌প্লেন আসতো তার জন্য মার ও খেতাম। কিন্তু আজও প্রবাসে এসে ছোট বাচ্চাদের খুব ভালোবাসি,আদর করি এবং দুষ্টামি করি। এখানেও আমার ছোট অনেক বন্ধু রয়েছে । তরপর ও..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.