আমাদের কথা খুঁজে নিন

   

গেসবল ১৮: দ্য পুওর সামুরাই লীডারস

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

"জাপান" বললেই অধিকাংশের মাথায় যে ইমেজটা ভেসে ওঠে সেটা সম্ভবতঃ বিকট ধরনের চেহারার উৎকট আকারের আলখাল্লা পরা সামুরাই যোদ্ধার ছবি। সত্যি বলতেই, এই সামুরাইদের ইতিহাসটা আসলেই গোটা পৃথিবীতে অদ্বিতীয় বা ইউনিক, এবং একই সাথে বেশ রহস্যময়। "কেন একদল মানুষ এভাবে শুধু যোদ্ধা হিসেবে জীবনযাপন করত?" -- এপ্রশ্নটা এখনও ইতিহাসবিদ আর সমাজ-গবেষকদের ভাবায়। সামুরাইদের আচার আচরণ, রীতিনীতি গুলোও বেশ ইন্টারেস্টিং!এমনই এক রীতি নিয়েই আজকের গেসবল। সামুরাইদের মধ্যে চেইন অভ কমান্ড ছিলো ভীষন শক্তিশালী, মূলতঃ আধুনিক জাপানীদের এরকম নিরলস ও বেরসিক ধরনের রেজিমেন্টেড আচরণের মূলে সেই চেইন অভ কমান্ডের শিক্ষা রয়েছে বলে মনে করা হয়। এই চেইন অভ কমান্ডের কারণে সামুরাই নেতারা যেমন খুব বেশীমাত্রায় ক্ষমতা উপভোগ করতেন, আবার উল্টোভাবে তাদের জন্য কিছু বাঁধাধরা নিয়মও ছিলো, যেটা সাধারন সামুরাইদের উপর আরোপিত ছিলোনা। এরকমই একটি নিয়মের ফলাফল এখানে লিখছি। শীতের দিনে গরম গরম নানান ধরনের খাবার জাপানীরা খেয়ে থাকে, বিশেষ করে গরম গরম "মিসো স্যুপ" তো এদের খাবারের একটা অবিচ্ছেদ্য অংশ! অথচ, পুওর সামুরাই নেতাদের কপালে কখনও গরম খাবার জুটতনা!! কারণ, সামুরাইদের একটা বিশেষ নিয়মের কারণে সামুরাই লীডারদের কপালে কখঐ গরম খাবার জুটতোনা? নিয়মটা বাস্তবতার নিরিখে প্রণীত হয়েছিলো। আপনাকে গেস করতে হবে কি সেই নিয়ম যার জন্য "দ্য পুওর সামুরাই লীডারস"দের কপাল থেকে গরম খাবার মুছে গিয়েছিলো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.