আমাদের কথা খুঁজে নিন

   

গেসবল ২: এলার্ম ক্লক কি কোন কামে লাগে?

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

এলার্ম ক্লক নিয়ে একটা কমন ঝামেলায় সবাই পড়েন। তা হলো সকালে যখন জুতমতো ঘুমটা জমে উঠে তখন বেরসিকের মতো এলার্ম ক্লকটা তারস্বরে চিৎকার শুরু করে। তারপরও এই চিৎকারের যন্ত্রণা যারা সইতে পারেননা, তাদের জন্য এলার্ম ক্লকটা 'চলে' এমন একটা জিনিস। কিন্তু অনেকেই এই যন্ত্রনা সহ্য করতে পারেননা। তারা বালিশের আশেপাশে হাতের কাছে এলার্ম ক্লকটা রাখেন, বেজে উঠলে অফ করে দেন।

ক্লক আবার বাজে, ক্লকের মালিক আবার সেটা অফ করেন। তারপর যখন মালিক ধড়ফড় করে উঠে বসেন, তখন অলরেডী লেইট। আমি আবার এক কাঠি বাড়া। ক্লক রাখি বিছানা থেকে একটু দূরে টেবিলের উপর। ব্যাটা তো সময়মতো তারস্বরে চিৎকার শুরু করে (আমার এলার্ম ক্লকটার শব্দ বীভৎস ... মায়েরা অনায়াসে এই ক্লকের ভয় দেখিয়ে বাচ্চাদের কেজিখানেক ভাত খাইয়ে দিটে পারবে)।

তো, এলার;ম ক্লক চিৎকার শুরু করলে আমি সুন্দর উঠে হেঁটে গিয়ে সেটা অফ করে হেঁটে হেঁটে ফিরে এসে আবার ঘুম দেই। যাভাবর হয়, লেইট!! তো যারা যন্ত্রণা সহ্য করে ঘুমাতে পারে টাদের জন্য এলার্ম ক্লক আরও বিপদের। যার উপর করি ভরসা, সেই ডুবায়। আজকের গেসবলে আপনাদের গেস করে করে এই সমস্যার একটা সমাধান বের করতে হবে। যাতে এলার্ম ক্লক বেজে উঠলে সেটাকে অফ করে আবার ঘুমিয়ে পরে অফিস মিস না হয়।

(এম.আই.টির এক ভারতীয় ছাত;র চমৎকার এক সমাধান বের করেছে ... ঐটা চেক না করে গেস করুন)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.