আমাদের কথা খুঁজে নিন

   

গেসবল ৪: মানুষকে খুশী করা কি এতই সোজা?

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

তাবলীগ-জামাতে যারা গেছেন অথবা যারা এসম্পর্কে শুনেছেন তারা জানেন যে সেখানে কয়েকজন মিলে একপাতে ভাত খায়। খাওয়ার সময় একপাতে বসা সবাই একে অন্যকে বেশী খেতে জোর করে, স্যাক্রিফাইস করার একটা ছোটখাট প্রাকটিস করে। সেটা ভাল না খারাপ সেই আলোচনায় যাচ্ছিনা। তবে সবসময় যে ব্যাপারটা সেরকম তাও না। ধরুন, আম খুব দুষ্প্রাপ্য এমন জায়গায় আপনি যদি একবোতল ম্যাংগোজুস নিয়ে দুজনের মাঝে দুটো গ্লাসে ভাগ করে দিতে যান, তখন হয়ত দুজনই চাইবে বেশীটা নিতে। এরকম ক্ষেত্রে, যদি একদম মেপে সমান সমান না দেয়া যায়, তাহলে একটা হালকা অসন্তুষ্টি আসতেই পারে। সেজন্য একটা সহজ চিন্তা হলো, একজনকে বলতে ভাগ করতে, আরেকজনকে বলতে পছন্দ করতে। তখন যে ভাগ করবে, সে প্রাণপণ চেষ্টা করবে যাতে দুই গ্লাসে পুরোপুরি সমানভাবে ভাগ হয়। এখন আসেন, আমরা একটু গেসবল খেলি। তিনজন বা চারজন বা পাঁচজনের ক্ষেত্রে কিভাবে ভাগ করলে কেউ অসন্তুষ্ট হবেনা বলে মনে করেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.