আমাদের কথা খুঁজে নিন

   

পেপালের অর্জিত অর্থ এবার সত্যিকার অর্থেই হাতে নিন – এ টিউন তাদের জন্য যারা পেপালে অর্জিত অর্থ হাতে না পাবার সমস্যায় ভুগছেন

পেপালের অর্থ লেনদেন সংক্রান্ত অনেক টিউনই আপনারা পড়েছে এবং এদের ভেতরে অনেকেই প্রতারিত হয়েছেন অসাধুদের পাল্লায় পড়ে, তাই বুঝতে পারছিনা আমি আপনাদের যে অফার টি দিচ্ছি তা আপনাদের কাছে কতটুকু সত্যতার গ্রহণ যোগ্যতা পাবে? যাই হোক আপনার মন্দ এবং ভাল কমেন্টের আশা রেখে আমি আমার টিউন আরম্ভ করছি।
আমি কে!
আমি অতি ক্ষুদ্র একজন টিউনার এবং বাংলাদেশের এই বিশাল টিউন জগতে পদার্পণ করেছি আজথেকে প্রায় ৪ বছর ১ মাস আগে।
শুরুর আগে আমার ভেরিফায়েড পেপাল ও পেওনার এর একাউন্ট ব্যালেন্স সহ স্ক্রিনশট
My PayPal Screenshot
 
My Payoneer Screenshot
যা অফার করছি: একথা বলার অপেক্ষা রাখেনা যে, বাংলাদেশের অনেকেরই ট্যালেন্ট আছে, যার প্রমাণ আমরা পদে পদে পাই। অনেকেই oDesk.Com, Freelancer.Com, elance.com কাজ করে থাকেন এবং এদের অর্জিত অর্থ হাতে পেতে তেমন সমস্যা হয়না, আশাকরি কারণটা সবার জানা কিন্তু অনেকেই যারা Fiverr.com, iWriter, gigbucks.com এর মত সাইটে কাজ করেন তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ একটাই আর সেটা হয় এদের পেমেন্ট মেথড শুধুমাত্র PayPal আর একারণেই অনেকে তার অর্জিত ডলার গুলো হতে পান না।

আর এই একই কারণে যেসকল সাইট থেকে খুব সহজেই ডলার আয় করা যায় সেগুলোতে আমরা সুধু পেপালে লিমিটেশনের জন্য কাজ করতে আগ্রহী হই না এবং কাজ করি না। তাই যাদের পেপাল আছে এবং তাতে অর্জিত ডলার আছে কিন্তু তা ভাঙ্গাতে পারছেন না তাদের জন্য আমার এ টিউনটি লিখা।
১. প্রতি ডলারে কত কত পাবেন?
আমি প্রতি $1 ডলারের বিনিময়ে ৳৭০ টাকা দিব। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যেখানে বর্তমানে গড়ে ডলার রেট ৭৭.৮৫ টাকা থেকে ৭৮.৫০ টাকা সেখানে আমি আপনাদের ৳৭০ টাকা কেন দিব! ডলার এবং বাংলাদেশী মুদ্রার বর্তমান মান দেখতে এই লিংকটি দেখতে পারেন http://www.xe.com/currencyconverter/convert/?Amount=1&From=USD&To=BDT এখান থেকে View Chart এ ক্লিক করার মাধ্যমে বিগত দিনগুলোর ডলারের ওঠানামার জঘন্য চিত্রটিও গ্রাফ আকারে দেখতে পারেন। এই প্যারার অবশিষ্ট অংশ ১.২ প্যারায়।


আমি কিভাবে পেপালের ডলার বাংলাদেশ থেকে টাকার মানে উঠাই?
আমার পেপাল একাউন্ট মূলত রাশিয়া থেকে ফেরিফায়েড করা এবং আমার পেপালের সাথে আমি আমার পেওনার মাষ্টার কার্ডটি এড করে নিয়েছি। তাই পেপালের টাকা আমি মূলত প্রথমে আমার মাষ্টার কর্ডে পাঠাই এবং তা মাষ্টার কার্ডে জমা হবার পর আমি তা MasterCard সাপর্টেড ATM Booth থেকে উত্তোলন করি, ডাচবাংলা ব্যাংক আমার প্রথম পছন্দ টাকা উত্তোলনের জন্য।
১.২ প্রতি ডলারে কত কত পাবেন?
এবার দেখুন আমি কেন আপনাকে প্রতি ডলারে ৳৭০ টাকা দেব? আমরা এখান বুঝার সুবিধার্থে ১০০ ডলার নিয়ে হিসেব করতে যাচ্ছি।
ধরুন আপনি যদি আমাকে ১০০ ডলার পেপালে পাঠান তে খরচ হবে
যদি আপনি আমাকে “I'm paying for goods or services” হিসেবে ১০০ ডলার পাঠান তবে পেপালের নির্ধারিত ফি’র পরিমাণ 3,4% + $0,30 USD তাহলে আমি পাব ৯৬.৩ ডলার, কারণ উক্ত ফি আমাকেই বহন করতে হবে। তাহলে আপনার সাথে আমার লেনদেনের পরিমাণ হবে ৯৬.৩ ডলারের।


অন্যথায় আপনি যদি আমাকে ১০০ ডলার “I'm sending money to family or friends” অপশনটি নির্বচনের মাধ্যমে ডলার পাঠান তবে আপনার খরচ হবে মাত্র ১ ডলার। এক্ষেত্রে আপনি নিজে যদি উক্ত ফি (১ ডলার) পরিশোধ করেন তবে আমি পাব পুরো ১০০ ডলার অন্যথায় আমি যদি উক্ত ফি পরিশোধ করি তবে আমি পাব ৯৯ ডলার। এক্ষেত্রে জানা দরকার “I'm sending money to family or friends” অপশন ব্যবহার করে কোন লেনদেন করলে পেপালের নির্ধারিত ফি হল মাত্র ১%।
কিভাবে আমি আপনার প্রদেয় ডলারের বিনিময়ে টাকা প্রদান করব।
ফি আপনি আমি যেই বহন করিনা কেন আপনার সাথে আমার লেনদেন হবে মূলত আমি কত ডলার পেলাম ফি কাটার পরে তার উপর ভিত্তি করে।

আপনার প্রদেয় ডলার পাবার পর উক্ত ডলার আমার Payoneer Master Card এ জমা দিতে হবে, এর জন্য সময় প্রয়োজন হয় ৩-৫ দিন সর্বচ্চ। পেপাল থেকে Payoneer Master Card এ ডলার জমার ফির পরিমাণ ১% তাই আমি যদি আপনার কাছ থেকে ১০০ ডলার পাই তবে Payoneer ফি হিসেবে কাটবে ১ ডলার। এর পরে আমি যখন আমার কার্ডের মাধ্যমে আপনার টাকা কোন ডাচবাংলা ATM এর মাধ্যমে উঠবো তখন ডাচ-বাংলা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের নিয়ন অনুযায়ী চার্জ হবে মোট উত্তোলনের উপর ২.৫% এবং Payoneer Master Card এর নিয়ম অনুযায়ী তারা প্রতি উত্তোলন বাবদ নিয়ে থাকে ২.১৫ ডলার উক্ত ফির বাহিরে অনলাইন গত আর কোন ফি এপর্যন্ত নেই।
যে সকল ফিস আমি বহন করব
ডাচ-বাংলা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক কর্তৃক চার্জ কৃত ২.৫% ফি ও পেওনার কর্তৃক চার্জ কৃত ২.১৫ ডলার আমি বহন করব।
কখন আপনার টাকা হাতে পাবেন
যেদিন ডলার কার্ডে জমা হবে ঐ দিন ই আমি আপনার টাকা আপনার হাতে পৌঁছাবার ব্যবস্থা করব।

আমি আপনার টাকা আপনার কাছে পাবার জন্য বাংলাদেশ পোষ্ট অফিসের ইলেক্ট্রনিক মানি ট্রান্সফার অথবা বিকাশ অথবা ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং এর যেকোনো একটি ব্যাবহার কতে পারি। এটি একান্তই আপনার ইচ্ছা, আপনি কোন পদ্ধতিতে টাকা হাতে পেতে চান। তবে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ পোষ্ট অফিসের ইলেক্ট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস ভাল বলব কারণ এর ফি’র পরিমাণ নামে মাত্র এবং সার্ভিস অন্যদের চেয়ে সিকিউরড। আর আপনার কাছে টাকা পাঠানোর জন্য যে চার্জ প্রয়োজন তা আপনাকেই বহন করতে হবে।
বিদ্র: বাংলাদেশ পোষ্ট অফিস বন্ধের দিনে আমি এদের মাধ্যমে টাকা পাঠাতে পারবনা।


টাকা পাঠাবার গ্যারান্টি কতটুকু আমি আগেই বলেছি আমি টেকটিউনস কমিউনিটিতে আঠি ৪ বছর ধরে কোন প্রকার ব্যাড-উইল ছাড়াই, যা আপনি আমার অন্যান্য টিউন গুলোতে চোখ বোলালেই সত্যতার প্রমাণ পাবেন।
সর্বশেষে আপনার কোন প্রশ্ন ও অভিযোগ থাকলে আমাকে জানাতে পারেন সরাসরি মোবাইলে ০১৮৪৭০৭১০৫১

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ২৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।