আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের দেশে পেপালের বিকল্প

স্বপ্নের হাতছানি আমাকে কাছে টানে, যদিও জানি এটা মরিচিকার মত। আমি হৃদয়ের কথা বলিতে ব্যকুল শূধাইলনা কেহ। আমরা যারা অনলাইনে ফ্রিল্যান্সিং করি, তাদের কাছে সবচেয়ে বড় সমস্যা হল টাকা দেশে নিয়ে আসা। অনেকেই প্রথমে অনেক উৎসাহ নিয়ে এই কাজে ঝাপিয়ে পড়েন। কিন্তু পরে উৎসাহ হারিয়ে ফেলেন।

এর প্রধান কারন আমাদের দেশে পেপাল এর সারভিস নেই। পেপাল না থাকার কারনে আমরা প্রচুর টাকা হারাচ্ছি। আমাদের কষ্টে অর্জিত টাকা বিভিন্ন ফি দিতে দিতে তলানিতে ঠেকে। শুধু ফ্রিল্যান্সার না , যারা অনলাইনে ব্যবসা করতে চায় তাদেরও একটা প্রধান সমস্যা টাকা দেশে আনা। অথচ যদি পেপাল থাকত, তাহলে আমাদের অনলাইন থেকে অনেক বেশি বৈদেশিক মুদ্রা দেশে আসত।

আমারা আমাদের ওয়েব পেজে প্রডাক্ট বিক্রি করতে পারতাম। আমাদের সারভিস বিক্রিয় করতে পারতাম। আমরা ফ্রিল্যান্সারা সাধারনত দুটো পদ্ধিতি ব্যবহার করি পেপাল ছাড়া। ১. মাস্টারকার্ড আর ২. মানিবুকার্স। অথচ এই দুটোর বহু সীমাব্ধতা আছে।

অনেক কাজই এই দিয়ে করা যায় না। অনেক জায়গায় এদের ব্যবহার করা যায় না। ফলে আমাদের পড়তে হয় বিড়ম্বনায়। আমাদের সরকার যদি এই দিকে একটু খেয়াল দিতেন তাহলে পেপাল আমাদের দেশে চালু হতে পারত। আশা করি তিনি দেশের স্বার্থে এই দিকে খেয়াল দিবেন।

পেপাল সমস্যার কিছুটা সমাধান আছে একটা পদ্ধতিতে। এই পদ্ধতিটা পেপালের মতই ব্যবহার করা যায়। তবে একটু চার্জ বেশি (পেপালের তুলনায়)। চার্জ একটু বেশি হলেও টাকাতো দেশে আনা যাবে। এটাইবা কম কিসের।

আগেতো আনতেই পারতাম না। এটা হচ্ছে এলার্টপে । এলার্টপে মাধ্যমে পেপালের (পেপাল যে সব জায়গায় ব্যবহার করা যায়) সব কাজই করা যায়। এটা দিয়ে বিশ্বের সব জায়গা থেকে টাকা দেশে আনা যায়। এমন কি নিজের ওয়েব সাইটে ব্যবহার করে পন্য বিক্রয় করা যায়।

এবং সেই টাকা দেশে আনা যায়। এটা মানিবুকার্স বা মাস্টারকার্ড এর মতই নিরাপদ একটা মাধ্যম। আগে আমি বিভিন্ন ক্লায়েন্ট এর কাছ থেকে সরাসরি টাকা নিতে পারতাম না। বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট ঘুরিয়ে, তাদের ফি দিয়ে টাকা আনতে হত। আর এখন এলার্ট পের মাধ্যমে খুব সহজেই তা করছি।

দেখা যায় বিভিন্ন মার্কেটপ্লেসে নূন্যতম ১০% ফি দেওয়া লাগে। মানে ১০০ ডলারে ১০ ডলার। তার মানে ১০০০ ডলারে ১০০ ডলার ফি। কিন্তু এখন মাত্র ২.৫% ফি দিয়ে বাকি টাকা দেশে আনতে পারছি। অনেক টাকা সাস্রয়।

এমনকি আমি আমার নিজের ই-কমার্স পেজে এলার্ট পে'র বাটন বসিয়ে ইনকাম করতে পারছি। যা এতদিন করতে পারতাম না। কানাডা ভিত্তিক এই প্রতিষ্ঠানটি আমাদের এই সুবিধা করে দিয়েছে। ২০০৪ সাল থেকে এটা এখন পর্যন্ত ভালোই সারভিস দিয়েছে। এখনও এর নামে কারো কাছে বদনাম শুনিনি।

আগে যারা PPC করতেন, তারাও এখন এই এলার্ট পে'র মাধ্যমে টাকা দেশে আনতে পারবেন। PPC হল সবচেয়ে সহজ সিস্টেমে টাকা ইনকাম করা। এরা পে পার ক্লিক সিস্টেমে টাকা প্রদান করে। বিশ্বে অনেক PPC ওয়েব আছে। তবে PPC তে টাকা ইনকাম খুবই আস্তে আস্তে হয়।

এলার্ট পে'তে একাউন্ট করা খুবই সহজ। এদের পেজে ঢুকে ফ্রি সাইন আপে ক্লিক করে একাউন্ট করতে হয়। তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে। এখানে তিন প্রকার একাউন্ট আছে। Personal Starter, Personal Pro এবং Business।

আমার মতে Personal Pro তে একাউন্ট করা সবচেয়ে ভালো। কারন এর চার্জ কম আবার সুজোগ বেশি। Personal Starter এ টাকা আনার সীমাব্ধতা আছে, ওয়েবে ব্যবহার করা যায় না। কিন্তু Personal Pro সীমাব্ধতা নেই, নিজের পেজে ব্যবহার করা যায় সহজেই। Business এ অনেক বড় আকারের কাজ কাজবার।

এটির সাহায্যে আপনার নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে অনলাইনে অর্থ লেনদেন করতে পারবেন। এখানে একটি একাউন্টের সাহায্যে একাধিক ব্যবসা পরিচালনা করা যায়। নিজের সব কিছু তথ্য ঠিক মত পূরন করে একাউন্ট করতে হয়। ইমেল ভেরিফিকেশন করে একাউন্ট করা সম্পন্ন করতে হয়। এরপর একাউন্ট ভেরিফাইডে ক্লিক করে নিজের মোবাইল নম্বর দিয়ে ভেরিফাইড হতে হয়।

টাকা দেশে আনার ৪ টি সিস্টেম আছে। ১) চেক , ২) ক্রেডিট কার্ড / ডেবিট কার্ড, ৩) ব্যাংক ট্রান্সফার, ৪) ব্যাংক ওয়্যার । এখান থেকে আপনি বেছে নিতে পারেন যেকোন একটি বা একাধিকটি। আমি প্রথম দুইটি ব্যবহার করি। বাকি দুটো এখও ব্যবহার করি নি।

তবে দরকার হলে করব। প্রধান প্রধান আউটসোর্সিং মার্কেটপ্লেসগুলোতে এলার্টপে এখনও ব্যপকভাবে সমাদৃত হয়নি। তবে 99Designs, Magento, Microworks এর মত সাইট, PTC , PPC সাইট এবং BUX সাইটগুলোতে ব্যাপকভাবে এলার্টপে এর মাধ্যমে প্রতিনিয়ত অর্থ লেনদেন হচ্ছে। বাংলাদেশী প্রচুর ফ্রিল্যান্সার ইতিমধ্যে এলার্টপে এর মাধ্যমে নিয়মিতভাবে টাকা দেশে নিয়ে আসছেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.