আমাদের কথা খুঁজে নিন

   

ভগবান আপনি কী অন্ধ????

আমি অবাক চোখে বিশ্ব দেখি, দৃশ্য সাজাই চোখের তারায়......

ফিলিস্তিনে মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়ে গেছে। এ সংখ্যাটা আরো বাড়বে। কারণ যুদ্ধ এখনও থেমে যায়নি। চলছে। কবে থামবে তাও কেউ জানেনা।

বিশ্বজুড়ে চলছে এ যুদ্ধ নিয়ে নানাবিধ আলোচনা। ফলাফল শূণ্য। কেউ থামাতে পারছে না ইসরাইলীদের। এর কারণ কী? ইসরাইল এতটা শক্তিশালী কবে হলো?? যুক্তরাষ্ট্র বিশ্বমানবতা রক্ষায়(!) সকল স্থানে হস্তক্ষেপ করে, তাদের কথা সবার মেনে নিতে হয়। কিন্তু ইসরাইল মানছে না।

এটা কী বিশ্বাসযোগ্য?? জীবন নিয়ে এই নোংরা রাজনীতি শেষ হবে কবে?? সৃষ্টিকর্তা নাকি তার সব সৃষ্টির ভাগ্য নিজেই নির্ধারণ করেন। ফিলিস্তিনের নিষ্পাপ শিশুগুলো কী এমন দোষ করেছিলো যে তাদের ভাগ্য লিখতে গিয়ে সৃষ্টিকর্তা এতোটা নির্মম হতে পারলেন?? তিনি (সৃষ্টিকর্তা) যা করেন তা নাকি ভালোর জন্যই করেন। এটা কোন পর্যায়ের ভালো, তা আমার ক্ষুদ্র মনুষ্য মষ্তিষ্ক বুঝে উঠতে পারছে না। আর তাই শুধু মনে হচ্ছে সৃষ্টিকর্তা কী এসব দেখছেন?? যদি দেখে থাকেন, তাহলে তিনি অন্ধের মত ভাবলেশহীনভাবে বসে আছেন কী করে?? $লেখার শিরোনামটি পশ্চিম বঙ্গের বিখ্যাত ছড়াকার ভবাণীপ্রসাদ মজুমদারের একটি ছড়ার শিরোনাম থেকে ধারকৃত।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।