আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছড়া তোমার ছড়া /আবু সালহে । উৎসগ ;আমার গ্রাম দ্বারয়াপুরের সকল শিশুকে

বাংলাদেশের মানুষ এখনও তার সম্পূর্ণ অধিকার পাইনি। এই সংগ্রাম যতদিন চলবে ততদিন ছড়ার সংগ্রাম চলবে

০১. ফুল ফুটেছে কদম কেয়া অঝোরে ঐ নামছে দেয়া গাল ফুলিয়ে ব্যাঙ ডাকে মাছ ছুটেছে ঝাঁকে ঝাঁকে। ০২. হাøুহেনা শিউলী ঐ শরত এলেই পাতায় সই বক নেমেছে কাঁশবনে জোছনা হাসে বাঁশবনে। ০৩. তালের পিঠা মিষ্টি সে দিকে কার দিষ্টি খুকু বাড়ায় হাত পড়ে ধারাপাত। ০৪. নোলক দোলে মায়ের ঘুঙুর বাজে পায়ের ঘরে ওঠে ধান মুখে যে তাঁর গান।

০৫. শর্ষে েেত মৌ সে কাটায় সারা পৌষে খেজুর গাছে হাঁড়ি হাসি-খুশী বাড়ি। ০৬. বাঘ পালানো শীতে যাই পরীা দিতে পাশ করেছি তাও মন্ডা-মিঠাই খাও। ০৭. গা পুড়ে যায় গা যায়না ফেলা পা পথঘাট যে গরম পায়ে পড়ো খড়ম। ০৮. মেঘ জমেছে কালো যাচেছ নিভে আলো আসছে নেমে ঝড় দে বসিয়ে চড়। ০৯. আম পেকেছে গাছে ঝুটকুলিরা নাচে বাঁদুর বেড়ায় উড়ে সারা বাগান জুড়ে।

১০. হানু নদীর পাড়ে যাই যে বারে বারে শীতল হাওয়া দেয় কাছে টেনে নেয়। ১১. কুটুম পাখি হলদে বসতে পিঁড়ে জল দে মুড়কি মোঁয়া দাও ভালবাসা পাও। ১২. ধলা বিলের বক পুঁটি খেতে শখ ঘাপটি মেরে থাকে তাড়ায় কে যে তাকে। ১৩. মাটির ঢেলার চূলো নেইযে তাতে ধলো গো-ফাগুনের রান্না কে এসে কন খান্না। ১৪. মামা দিলেন বই যেন পাঠে রই মামী দিলেন খাতা না লিখতে যা’তা।

১৫. নতুন বইয়ের গন্ধে লেখা পড়ায় মন দে কাঠাল চাপার ফুলে যাইনা যে বই তুলে। ১৬. শত রকম ধান সবার মুখে গান ধানের ছড়ায় হাসি সবাই ভালবাসি। ১৭. পবের মাঠে মটর শুঁটি তুলে আনি মুঠি মুঠি তুলি আরও ডগা মানা করে ‘বগা’। ১৮. ভিনদেশী ঐ পাখি ঠান্ডা লাগায় নাকি দেশ ছেড়ে দেয় পাড়ি আসে আমার বাড়ি। ১৯. ঝগড়া করা মন্দ বাড়ে তাতে দ্বন্ধ থাকলে মিলেমিশে রয় ভয় আর কিসে।

২০. খেজুর গাছের যশোরে গিয়ে যদি বসোরে গুঁড়-পাটালী খাবে দারূন মজা পাবে। ২১. রেল চলেছে ধেয়ে লাইনে বেয়ে বেয়ে মাঝে মাঝে দোলে কাঁদি মায়ের কোলে। ২২. মেঘ যদি না থাকে পাখি কোনো শাখে সর্য আড়াল হয় তবুতো নেই ভয়। ২৩. লেখা পড়া শিখে ছুটবো দিকে দিকে আনবো বয়ে সুখ থাকবে না আর দুখ্। ২৪. যুদ্ধে আনা দেশ নেই কর্মের শেষ যা করবে ফলবে গর্বে দারূন জ্বলবে।

২৫. মা বলেছেন খোকা কেন অতো বোকা আগে পড়ালেখা সবই যাবে দেখা। ২৬. পাখি ডাকে তাই দৌড়ে ছুটে যাই পাখির আছে ডানা নেই উড়তে মানা। ২৭. নদী ছোটে ভাটিতে জলরাশির ঘাঁটিতে সাগরে যায় মিশে সকল বাধা পিষে। ২৮. শীতের লেপে উম্ তাই ভাঙেনা ঘুম যেই ডাকলো পাখি আর কি ঘুমে থাকি। ২৯. খুকু হাসে, কান্দে চুলে ফিতে বান্ধে যেতে দিলে হাসে কাঁদে না আর পাশে।

৩০. বইয়ের পাতায় ছবি দেখো আছে সবি নদ-নদী বন পাখি রং তুলিতে আঁকি। ৩১. চাঁদে ধলো মেলা ধলোয় যাবে খেলা পুতুল বিয়ে হবে চাঁদে যাবো কবে। ৩২. দেশ যে ভালবাসে রবো পাশে পাশে যাবোনা দর দেশে গেলেও ফিরি শেষে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।