আমাদের কথা খুঁজে নিন

   

চায়ের দোকানে

সুবিনয় মুস্তফীর কথা মনে পড়ে এই হেমন্তের রাতে

ওপাশের বেঞ্চিতে চায়ের দাগ তুরস্কের মানচিত্রের মতো সংবেদনশীল।চুমুক দেবার কাপে জমে মৃদু ছাইপাশ। বাহারি নিকোটিনে সাজানো পসরা।শশব্যস্ত সমাজের আনাগোনায়.... কিছু আগে যারা এসেছিলো ওরাও ফিরে গেছে। দু একটি কিংবদন্তী কেবল উড়ে........উড়ে.......... নেহায়ৎ বসবার জায়গা পায়নি বলে মার্কসবাদী ঝড় তুলে। আজকাল তুরস্কে পা রেখে ঠায় বসে থাকি আমি। এই রকম ভীষণ নির্লিপ্ত বিকেলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।