আমাদের কথা খুঁজে নিন

   

দক্ষিণ বনশ্রীর পুরোন বাসিন্দা কেউ থাকলে হাত উডাইয়েন ভাইডি... বড্ড বিপদে আছি

নীল রক্ত বাহিত কীট পতঙ্গ যুগে যুগে করিয়াছে ইতিহাস রচনা, আমি তারই ধারাবাহিকতা মাত্র

ভাই, এইডা কি শুরু হইছে কনতো? পুরা কন্সট্রাকশনের মচ্ছব লাগছে। বাসার ডানে, বায়ে, সামনে, পেছনে সবখানে মনে হয় প্রোতিযোগীতা শুরু হইছে। সারা দিন কংক্রিট মিক্সিং মেশিন আর ইট ভাঙনের মেশিনের যন্ত্রণা, এরপর রাতে ধুম ধাম, ধ্রুম ধ্রাম ট্রাক থেইক্যা ইট ফালায়, সাইড বার ফালায়... ট্রাকের ইঞ্জিন স্টার্ট নেয় ...কি যে করে ... মাতা মুতা পাগল হইয়া যাইতাছে। ঘুম টুম গ্যাছেগা, কানের অবস্থাও বারোটার ঘরে.... আর কয়দিন গেলেই শিওর প্রধানমন্ত্রীর মত আমারো বিলেত আম্রিকা যাইতেইবো কানের চিকিৎসা করণের লাইগ্যা। ভায়েরা, হ্যারা কি এ্যদ্দিন দুদকের ভয়ে গর্তে সান্দাইয়াছিল, এখন বারাইছে? নাকি প্রতি শীতেই এই মচ্ছব লাগে। তাইলে আগামী শীতের আগেই ভাগমু এলাকা ছাইড়া। হালার মাথার হাড্ডি হুড্ডি নাড়াইয়া পোকা ধরাইয়া দিছে পুরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.