আমাদের কথা খুঁজে নিন

   

গাজার আকাশে আন্তর্জাতিক কনভেশন অনুমোদিত হোয়াইট ফসফরাসের হোলি

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
গাজায় ইসরাইলের নিক্ষিপ্ত শেলে ষ্পষ্টতই হোয়াইট ফসফরাস দেখা যাচ্ছে, সূত্র গাজায় ইসরাইলের ব্যবহৃত যুদ্ধাস্ত্র কি আন্তর্জাতিকভাবে স্বীকৃত? জাতিসংঘ অনুমোদিত? সেগুলো কি সাধারণের জন্য ব্যাপকমাত্রায় ক্ষতিকর? ইসরাইলের নিক্ষিপ্ত বোমা, শেল, বুলেট কি মানুষকে খুব নিষ্ঠুরভাবে হত্যা করে? বোমার আঘাতে কি হাত ছিড়ে ঝুলে থাকে নাকি ভেঙে যায়? নিমিষেই ঘরবাড়ী গুড়িয়ে যায় শেলের আঘাতে নাকি ধীরে ধীরে? মানুষজন বের হবার সময় পায় ধ্বংষস্তুপ থেকে? কামানের গোলার আঘাত কি বিধ্বস্থ করে দিচ্ছে ফিলিস্তিনীদের? বিদীর্ণ বুক থেকে একটু বেশী রক্ত বের হচ্ছে কি? বিভৎসভাবে নাড়ীভুরি ফুঁড়ে বেরিয়ে আসছে? ইসরায়েলের অস্ত্রের কি লাইসেন্স আছে? এই যুদ্ধাস্ত্র কি বৈধভাবে অনুমোদনপ্রাপ্ত? হোয়াইট ফসফরাস কি পুড়িয়ে দিচ্ছে ফিলিস্তীনিদের রক্তমাংশ? কতটুকু পোড়াচ্ছে? হাত বা পা? নাকি মুখমন্ডল? কোনটা গুরুত্বপূর্ণ রক্ষা করা? মুখ পুড়ে গিয়ে যদি হাত পা বেঁচে যায় তবে কি এই অস্ত্র অনুমোদিত হবে নিরাপদ ও জীবনরক্ষকারী হিসাবে? অনুমোদিত বুলেটের গুলিতে মাথার খুলি কতটুকু উড়ে যাচ্ছে? যা থাকছে তা কি মিডিয়ায় পরিবেশনযোগ্য? ড্রইংরুমের অধিবাসীরা কিভাবে মৃত্যু দেখতে পছন্দ করবে? তারা কি এমন মৃত্যু দেখতে চায় যার জন্য বমি উগড়ে আসবে না? তবে তাই হোক। গাজাকে গুড়িয়ে দেয়া ইসরাইলের অস্ত্র আন্তর্জাতিক কনভেনসন অনুযায়ী স্বীকৃত। ইসরাইলকে ছেড়ে দিন ভাই, তারা সব বৈধ অস্ত্র ব্যবহার করছে। আসুন আমরা এখন গাজার আকাশে হোয়াইট ফসফরাসের নান্দনিক হোলি দেখি। জয় মা কালী।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.