আমাদের কথা খুঁজে নিন

   

সঙ্কট



মাঝে মাঝে মনখানি এমন একজায়গায় আসিয়া পৌঁছায় যাহা হইতে যেকোনো দিকেই পরিগমন সম্ভব। নিজের অজান্তেই মানুষ তৎসময় এমন কিছু করিয়া বসিতে পারে যাহা অন্য অবস্থায় স্বাভাবিক নহে। তবে এই সঙ্কট অকস্মাৎ আসিয়া উপস্থিত হয়না। মনের ভেতর লুক্কায়িত বাসনা, যাহাতে একটুখানি রোমাঞ্চ, একটুখানি অন্ধকার মিশিয়া আছে, তাহাই যেন উদ্বেলিয়া উঠে। মনের যেসব চোরাকুঠুরি বন্ধ ছিল ইতিহাসপ্রায় কাল হইতে, মাঝেমধ্যে শুধু যাহার অবস্থান নিশ্চিত করা যাইত, সেইগুলির কিছু দ্বার উন্মোচিত হইয়া যায়।

অতি সাধারন উদাহরন হইতে পারে আমাদিগের প্রণয়জনিত ঘটনাগুলি। কাহাকে ভালবাসায় বাঁধিয়া, যেকোন কারনেই আঘাত পাইয়া, অন্যকাহাকে চাহিবার কুতুহল, অথবা সঙ্গ উপভোগের আনন্দ ঘটিতেই পারে। একই সঙ্গে ভাললাগার প্রবণতা স্বাভাবিক অবস্থায় ঘটানো কঠিনই বটে। তবে, এইসব মানবিক সঙ্কট নির্ভর করে মন বাবাজিকে কতটুকু আয়ত্বে রাখিতে পারিলেন তাহার উপর। নিজের কাছে পরিস্কার হইলে মানুষ যাহা করিবে, তাহাই সঠিক, তাহাই সত্য।

মনের কাছে যেমন পরিস্কার হইয়া যাওয়া দরকার, তেমনি দরকার যাহাকে লইয়া ঘটিতেছে অঘটন, অথবা যে বিষয় লইয়া মনউচাটন, তাহাকে সত্য দিয়া মোকাবিলা করা। তাহাতে নিজের অপমান নাই। কিন্তু সত্য কি জিনিস তাহা লইয়াও যে বির্তকের অবকাশ রহিয়াছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।