আমাদের কথা খুঁজে নিন

   

আলসে ঘুমের দিনগুলো

... ... ... ...

আপনার শখ কি? অনেকবার এই প্রশ্নটা শুনেছি। সবসময়ই যে ঠিক এটাই শুনেছি তা না, কেউ কেউ তুমি সম্বোধন করেও ঠিক একই প্রশ্ন করেছেন। তুই করে বলার মানুষগুলো সবাই যেন জানে আমার শখ কি, ওই সম্বোধনে তাই কখনো শুনতে হয় নি। নাহ...লেখালেখি আঁকাআঁকি কোনোকিছুই আমাকে টানে না। একসময় আউট বই পড়াটা খুব টানতো, হয়তো তখন পড়ার বইয়ের ফাঁকে গল্পের বই লুকিয়ে পড়াতে যে থ্রিল ছিল সেজন্যেই।

এখন সেটাও তেমন একটা টানে না। খুব মনে পড়ে, রিকশার রাস্তা বাসে গিয়ে টাকা বাচাতাম, তারপর সেই টাকায় গল্পের বই কিনে বাড়ি ফিরতাম। পড়ার বইয়ের মাঝে লুকিয়ে কখনো বা ডেস্কের নিচে রেখে পড়তাম...কিসব দিন ছিল! একসময় মায়ের হাতে ধরা খেয়ে গেলাম প্রায়...একটুর জন্যে বাঁচলাম। উপায় না দেখেই নতুন বুদ্ধি করতে হলো, বাসে করে আসার সময়ই পড়ে ফেলতে হবে। সন্ধ্যা হয় হয় সময়ে বাসের আলো-আঁধারির মাঝে পড়তে পড়তে যে চোখটাই খুইয়ে বসিনি সেটাই ভাগ্য।

আউট বই পড়তে পড়তে চোখ খুইয়ে না ফেললেও মনিটরের সামনে বসে থাকতে থাকতে যে চোখ খুইয়ে ফেলবো সে আমি নিশ্চিত। কখনো মুভি, কখনো ব্লগ এই তো...মাঝে মাঝে অর্থহীন ভাবেও বসে থাকি। শখের কথা বলছিলাম, মাঝপথে খেই হারিয়ে ফেলেছি। হঠাৎ শখ গজিয়েছিল আঁকাআঁকির...বেশ কিছুদিন অনেক বইপত্র পড়ে কাগের ঠ্যাং বগের ঠ্যাং আঁকলাম। যেমন হঠাৎ করে গল্পের বই এর শখ ছুটে গেলো, তেমনি করে আঁকাআঁকির শখটাও মরে গেলো হঠাৎ করেই...কোনো কারণ ছাড়াই।

দুঃখ হলো এই শখটা ভালো মতো শুরু করার আগেই শেষ হয়ে গেলো তারপর শুরু করলাম মুভি দেখা। কতোশত মুভি দেখে ফেললাম...প্রিয়-র লিস্টি দিতে গেলে কোনটা ছেড়ে কোনটা বলবো বুঝে উঠতে পারতাম না। অমুকের মুভি তমুকের মুভি, একশন মুভি, ৮+রেটেড মুভি এইসব শুনতেই সেই মুভি জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়তাম। ক্লাস ফাঁকি দিয়ে মাঠে বসে মুভির লাইভ রিভিউ ও একই সাথে চলতো। এই শখটাও মনে হয় মরে গেছে।

শখগুলো হঠাৎ করে মরে যায় কেন বুঝতে পারি না। মাঝে মাঝে মনে হয় খুব ঘোরের সাথে শখে মিশে যাই বলেই হয়তো...যখন গল্পের বই পড়তাম, মনে হয় যেন গিলে খেতাম। মুভি দেখার সময় দিনে ৩-৪টা মুভি দেখে ফেলেছি, এমন দিনও আছে। তাই হয়তো শখগুলো মরে যায়। মাঝে মাঝে শখগুলোকে নেশা নেশা মনে হতো।

এখন তাই রয়েসয়ে লিখি...কবে না এই নেশাটাও ছুটে যায়! মাঝে মাঝে মনে হ্য় শখগুলো ঠিক মরে যায় তা না...এখনো তো মুভি দেখি, বই পড়ি... শুধু সেই উচ্ছ্বাসটাই শুধু ফিরে পাই না এখন শুধুই ঘুমিয়ে বেড়াই। কিছু না হলে ঘুম। কাজ না থাকলে ঘুম। গল্পের বই পড়তে পড়তে ঘুম...মুভি দেখতে দেখতেও ঘুম। আর মেজাজ খারাপ হলেই ঘুমানো তো আমার ছোট্টবেলার স্বভাব।

আলসে ঘুমের দিনগুলো এভাবেই পার হয়ে যাচ্ছে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।