আমাদের কথা খুঁজে নিন

   

গতকালের বানিজ্য মেলাতে কিছুক্ষণ.......

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

প্রতি বছরই বানিজ্য মেলাতে যাওয়া হয়। অন্ততঃ একবার ঢুঁ মারাটা দায়িত্ব হয়ে গিয়েছিল মনে হয়। এমন অনেকবার হয়েছে যখন সারাদিন মেলার ভিতরেই কাটিয়ে দিয়েছি। আবার এমনও সময় গিয়েছে একমাসের মধ্যে ১০/১২ দিনই মেলাতে গিয়েছি ঘুরতে।

অথচ এখন একদিন গিয়েই আর অন্যদিন যেতে পারিনা। কারণটা হলো সময়। সময়ের অভাব। এরসাথেও আছে রুচি পরিবর্তন। আর তার সাথে আছে অনুভুতি।

আগে যেভাবে যেসব আনন্দ গুলো অনুভব করতাম এখন হয়ত সেভাবে অনুভব করতে পারি না। অনেক পরিবর্তন এসেছে। ইচ্ছা না থাকলেও এই পরিবর্তনগুলো মনে হয় চলে আসে। এখন তো মাসে ১দিন টাইম বের করে যাওয়াটাই টাফ হয়ে যায়। তবুও অনেক কষ্ট করে ম্যানেজ করে গতকাল গিয়েছিলাম মেলাতে।

যদিও যাওয়ার কথা ছিল না। গতকাল ও তার আগেরদিন সরকারী ছুটি থাকাতে অফিস যেতে হয়নি। কিন্তু ছুটির দিন গুলো অফিসিয়াল ডে থেকে বিজি থাকতে হয় বিভিন্ন কারণে। ফ্যামিলির অনেক ফর্মালিটিজ মেইনন্টেইন করতে হয়। যেটা সবাই করে।

পরশু রাত পর্যন্তও ঠিক ছিল না গতকাল সকালে মেলাতে যাবো। আরেকটা ফ্যামিলির গেট টুগেদারে যাওয়ার কথা ছিল। কিন্তু সকালেই হঠাৎ খেয়াল হলো যে ৯ তারিখ। মেলাতে "যুদ্ধপরাধীর শাস্তি চাই" শিরোনামে আমাদের ব্লগ সহ আরো কয়েকটা ব্লগ ও ওয়েবের তরফ থেকে গণসাক্ষর কর্মসূচী চলবে। তাই আর অন্য কোন দিকে না তাকিয়ে সেই ফ্যামিলির গেট টুগেদার প্রোগ্রামে যাওয়ার টাইম পিছিয়ে দিয়ে সকাল সকাল আমার স্ত্রী আর সন্তানকে নিয়ে ছুটলাম আঁগারগাও মেলা মাঠে।

ওখানে গিয়ে পেলাম শকিফকুল, বৃত্তবন্দী, ইউনুস খান, বদরুল খান, টুটুল, আইরিন সুলতানা ও কৌশিককে। আমি ছাড়া, আমার স্ত্রীও একজন ব্লগার হিসেবে স্বাক্ষর করেছেন। সেখানে বেশী সময় দিতে পারিনি। কারণ ইচ্ছা ছিল কোনমত মেলাতে একটু ঘুরেই ছুট দিবো সেই প্রোগ্রামের দিকে। আমার উচিত ছিল আরো বেশ কিছুক্ষণ সময় ওখানে কাটানো।

কিন্তু থাকতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি। মেলাতে ঢুকে দেখি বেশ অনেক লোকেরই সমাগম হয়েছে। পাচভাগের একভাগও ঘুরতে পারিনি। তবে আমার ছেলে বেশ মজা পেয়েছে। এর আগেও ওকে নিয়ে মেলাতে গিয়েছি।

এখন আগের চেয়ে বড় হয়েছে। ও নিজে নিজে হেঁটে হেঁটে মেলাতে ঘুরেছে। ওর আনন্দটাই যেন বেশী ছিল। ওর জন্য টুকটাক ২/১ টি খেলনা কেনা হয়েছে। যেটা দেখেছে সেটারই বায়না করেছে।

তারপর আর দেরী না করে বের হয়ে আসলাম। এখন কত সংক্ষিপ্ত সময়ে সব শেষ করতে হচ্ছে সব প্রোগ্রাম। আর আগে কত সময় পেয়েছি। মেলা প্রাঙ্গনে গেলে সেই আগের দিন গুলোর কথা মনে পড়ে। কিছুটা নষ্টালজিয়ায় পড়ি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।