আমাদের কথা খুঁজে নিন

   

সোনা রোদে ভাসিয়েছি আমার ছোট তরী.........

হয়তো কিছু নাহি পাবো..
"আজ ঝড় ভালোবাসা আনন্দে ভেসে যাওয়া ডুবি ডুবি ভেসে উঠি অঙ্গনে আমার... আজ ঢেউ বয়ে যাওয়া ঢেউ গুনে গাওয়া ঢেউ তুলে নদীর তালে খুব ছুটে চলা খুব ভেসে যাওয়া আকাশ, নীল আকাশ নীল আকাশ মেঘ ভাসা অনেক আকাশ আকাশ বুকে নিয়ে ভাসা আকাশ বুকে নিয়ে হাসা সোনা সোনা, সোনা সোনা রোদ সোনা সোনা, সোনা সোনা রোদ কচি সবুজ পাতার পেছনের আলো খুব অন্য রকম খুব অন্য কিছু খুব ভালো...............।।" কৃষ্ণকলির গানটি বেজেই চলে বেশ অনেক ক্ষণ...তারপর আরও কিছু ক্ষণ... উষ্ণ উষ্ণ ভালো লাগায় ঘরটাকে মনে হয় যেন এক মায়ার ভুবন..এত আলো চারদিকে...প্রজাপতির ডানায় ডানায় যেন রঙিন নিশান উড়ে...সোনা রোদে মাখামাখি হয়ে চুপটি করে বসে থাকে কঙ্কাবতী...স্বপ্নালু দৃষ্টি আটকে পড়ে কোন দূর সীমায়...ঠোটের কোণে স্মিত হাসি ঢেকে যায় সলাজে...অজান্তেই আঁখি পাতে মুর্ছনা তুলে বৃষ্টি ঝড়ে... সুখ সুখ ভালো লাগায় ভেসে যায় তরী সোনা রোদে ...................................................................................................... মাঝে মাঝে মুহূর্তকে ধরে রাখা যায়............................ মাঝে মাঝে বিন্দুতে মেলে জীবনের পরশমণি................... মাঝে মাঝে শব্দগুলো যখন কম পড়ে যায়...................... তখন শুধু বলো "ভালবাসি ভালবাসি".......................... " ১ : ৫০ "
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।