আমাদের কথা খুঁজে নিন

   

বিভিন্ন ধর্মে একত্ববাদ -২ (জরাথুষ্ট্রীয় ধর্ম)

"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." Francis Bacon.
জরাথুষ্ট্রবাদ একটি প্রাচীন আর্য ধর্ম । ২৫০০ বছরেরও আগে পারস্য দেশে এ ধর্মের অভ্যুদয় ঘটেছিল । যদিও তুলনামূলকভাবে এ ধর্মের অনুসারীর সংখ্যা পৃথিবীতে এক লক্ষ ত্রিশ হাজারেরও কম, কিন্তু এটি পৃথিবীর প্রাচীনতম ধর্মসমূহের অন্যতম । ইরান দেশীয় পয়গম্বর জরাথুষ্ট্র এই ধর্মের প্রতিষ্ঠাতা । সাধারণভাবে এই ধর্ম পার্সী ধর্ম নামে পরিচিত ।

পার্সীদের পবিত্র ধর্মগ্রন্হ দাসাতির এবং আভেস্তা । জরাথুষ্ট্রীয় ধর্মে ঈশ্বরকে ডাকা হয় "আহুরা মাযদা " নামে । 'আহুরা ' অর্থ প্রভু এবং 'মাযদা' অর্থ প্রজ্ঞাময় । অতএব, "আহুরা মাযদা" অর্থ প্রজ্ঞাময় মহাপ্রভু । অথবা প্রজ্ঞাময় ঈশ্বর ।

এই ধর্ম বিশ্বাস মতে "আহুরা মাযদা" কঠোরভাবে এক ঈশ্বর বা এক প্রভুর সমার্থক । দাসাতির ধর্মগ্রন্হ অনুসারে ঈশ্বরের গুনাবলীঃ ১. তিনি এক ও অদ্বিতীয় । ২. কোন কিছুই তার সমকক্ষ নয় । ৩.তিনি অনাদি ও অনন্তঃ তাঁর কোন আরম্ভ নাই, শেষও নাই । ৪.তাঁর পিতা-মাতা নাই; স্বী কিংবা সন্তান-সন্ততি নাই ।

৫. তার কোন শরীর কিংবা আকার নাই । ৬.তাকে কোন চোখ দর্শন করতে পারেনা; কারো চিন্তা শক্তি তাকে উপলব্ধি করতে পারে না । ৭. তিনি মানুষের সকল কল্পনার উর্ধ্বে । ৮.তিনি মানুষের নিজের চেয়েও আরো বেশি নিকটবর্তী । আভেস্তায় বর্ণিত ঈশ্বরের গুনাবলীঃ আভেস্তায় গ্রন্হে "আহুরা মাযদার" কতিপয় গুনাবলী নিম্নরুপ গাঁথা ও য়াসনায় বর্নিত হয়েছেঃ (১) তিনি স্রষ্টা ।

(য়াসনা ৩১ঃ৭ এবং ১১) (য়াসনা ৪৪ঃ৭) , (য়াসনা ৫০ঃ১১) (২) সর্বক্ষমতাময় - সর্বশক্তিমান । (য়াসনা ৩৩ঃ১১); (য়াসনা ৪৫ঃ৬) (৩) কল্যাণকারী - 'হুদাই" । (য়াসনা ৪৮ঃ৩) (৪) প্রাচুর্যময় -'(স্পেনটা)' (য়াসনা ৪৩ঃ৪,৫,৭,৯,১১,১৩,১৫), (য়াসনা ৪৪ঃ২) "Zoroaster was thus the first to teach the doctrines of an individual judgment, Heaven and Hell, the future resurrection of the body, the general Last Judgment, and life everlasting for the reunited soul and body. These doctrines were to become familiar articles of faith to much of mankind, through borrowings by Judaism, Christianity and Islam; yet it is in Zoroastrianism itself that they have their fullest logical coherence....” - Mary Boyce, Op. Cit. p. 29. আরও জানতে পারেন ....... ১.Zoroastrian Archives ২.concept_god_zorostrianism ৩.concept-of-God-in-major-religions ৪.i_am_a_zoroastrian ৫.সুন্দভাবে দেয়া আছে এখানে ........কুরআনে আল্লাহপাক উল্লেখ করেছেন, প্রত্যেকটি জাতি এবং ভূ-খন্ডের জন্য নবী এসেছেন । 'প্রত্যেক জাতির জন্য একজন পথ প্রদর্শক ' (১৩ঃ৭) । চলবে.........
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.