আমাদের কথা খুঁজে নিন

   

নতুন ধারার সূচনা



বঙ্গভবন থেকে বের হয়ে বিএনপির এমপিরা বললেন, সরকার শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে আমরা নতুন ধারার সূচনা করলাম। দেশে যে গণতান্ত্রিক সরকার এসেছে তাকে স্বাগত জানিয়েছি। গতরাতে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান থেকে বের হয়ে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তারা এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে না গেলেও দলের সহ-সভাপতি এমকে আনোয়ারের নেতৃত্বে ৫ সদস্যদের একটি প্রতিনিধি দল গিয়েছে। প্রতিনিধি দলের সবাই নবম জাতীয় সংসদের এমপি।

বঙ্গভবনে যখন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান চলছিল তখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সন্ত্রাসী হামলায় নিহত স্বেচ্ছাসেবক দলের কর্মী নজরুল ইসলাম খানকে দেখতে তার পুরানা পল্টন লেনের বাসায় যান। বঙ্গভবন থেকে বের হয়ে বিএনপি দলীয় এমপি এমকে আনোয়ার সাংবাদিকদের বলেন, নতুন প্রধানমন্ত্রী এবং যারা মন্ত্রী হয়েছেন তাদের স্বাগত জানাই। আমরা আশা করি, চালের দাম ১০ টাকা, কাঁচা মরিচের দাম ৫ টাকা এবং বিনামূল্যে কৃষকদের সার দেয়ার প্রতিশ্র“তি বা¯-বায়ন করবে আওয়ামী লীগ সরকার। নতুন সরকার চাইলে আমরা তাদের সহযোগিতা করব। প্রতিশ্র“তি ভঙ করলে জনগণকে নিয়ে আমরা প্রতিবাদ ও আন্দোলন করব।

সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন, আশা করি সরকার ইশতেহারে দেয়া প্রতিশ্র“তি বা¯-বায়ন করবে। তাদের ইশতেহার অনুযায়ী প্রতি পরিবার থেকে একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। দ্রব্যমূল্য কমাবে এবং কেউ না খেয়ে মরবে না। বরকত উল্লাহ বুলু বলেন, অনেক দিন বাংলাদেশে একটি অগণতান্ত্রিক ও অবৈধ সরকার ছিল। দীর্ঘদিন পর যে রকম নির্বাচনই হোক দেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে।

সেজন্য আমরা মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে গিয়েছি। বঙ্গভবনে সরকারের শপথ অনুষ্ঠানে গিয়ে আমরা একটি নতুন ধারার সূচনা করলাম। আরেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমাদের বঙ্গভবনে যাওয়াকে আওয়ামী লীগ পজেটিভভাবে নিয়েছে। বঙ্গভবনে যাওয়ার ইতিহাস আমাদের রয়েছে। আমরা চাইব ’৯৬ থেকে ’০১ সালের পুনরাবৃত্তি যেন না হয়।

আশা করি, বিএনপি যে ধারার সূচনা করল তা অব্যাহত থাকবে। মন্ত্রিসভা কেমন হল জানতে চাইলে তিনি বলেন, মনে হল না ত্যাগী নেতাকর্মীরা রয়েছে। কে কোন মন্ত্রণালয় পেয়েছে তা নিয়ে কানাঘুষা ছিল। এদিকে সালাহউদ্দিন কাদের চৌধুরী, বরকত উল্লাহ বুলু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও আবুল খায়ের ভূঁইয়া শপথ অনুষ্ঠান শেষে গুলশানের কার্যালয়ে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এসময় তারা বঙ্গভবনের পরিবেশ ও অভিজ্ঞতা বর্ণনা করেন বিএনপি চেয়ারপারসনের কাছে।

জানা গেছে, মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে ইসলামী ঐক্যজোটকে আমন্ত্রণ জানানো হয়নি Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.