আমাদের কথা খুঁজে নিন

   

সংসদ নির্বাচন ২০০৮: অবশেষে কারচুপির প্রমাণ প্রমাণ পাওয়া গেছে!!!

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

এবারের সংসদ নির্বাচন ২০০৮ এ ভোট কারচুপি হয়েছে । আপনাদের মনে প্রশ্ন থাকলেও কিন্তু বেগম খালেদা জিয়া নিশ্চিত, ভোটের কারচুপি হয়েছে । একটি সাজানো নির্বাচন হয়েছে ।

তত্ত্বাবধায়ক সরকার একটি সাজানো নির্বাচন উপহার দিয়েছে । তাদের নীলনক্সা বাস্তবায়ন করেছে । দেশের ভোট কেন্দ্র গুলো ছিল ভোটার শূন্য । অথচ সরকার বলছে ৮৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে , ভোটারদের নির্বাচন কেন্দ্র গুলোতে খুজেঁ পাওয়া যায় না অথচ এতো ভোট ?? আর যাই হোক এটা কোনভাবেই মানতে রাজি নন খালেদা জিয়া । কিন্তু সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই প্রমাণ চাইবেন, ভোট কারচুপির ?? প্রমাণ কিন্তু আছে ।

কিন্তু সেটা সময় মতন দেখানো হবে । তার চেয়েও শক্ত যুক্তিও আছে , যে আসনে বিএনপির শক্ত প্রার্থীরা দীর্ঘদিন ধরে জয়ী হয়ে আসছেন সেসব কেন্দ্র তাদের সব শক্ত প্রার্থীরাই হেরেছে এর থেকে উপযুক্ত প্রমাণ আর কি হতে পারে ?? এটাই উপযুক্ত প্রমাণ । কিন্তু তার কাছে প্রমাণ থাকার পরও তিনি প্রমাণ দেখাচ্ছেন না, সময় মতো দেখাবেন, আমরা সেই সময়ের অপেক্ষায় । !!। খালেদা জিয়ার কাছে কি প্রমাণ আছে জানি না ।

বিএনপি কয়েকটি সংবাদ সম্মেলনে ব্যালটের মুড়ি দেখিয়েছে , কয়েকটি ব্যালট পেপারও দেখিয়েছে । যদিও ৫৫ শতাংশ ভোটের সাথে মাত্র ৩৭ শতাংশ ভোটের পার্থক্য সমান্যই (!!??) কিন্তু তাতে কি ? একটি ভাত টিপেই কিন্তু বোঝা যায় ! কি বলেন ?? খালেদা জিয়া এর থেকেও অনেক ভালো প্রমাণ দিতে পারতেন , কিন্তু দুর্ভাগ্য আমাদের তিনি ব্লগ পড়েন না । যদি তিনি বাংলাব্লগ পড়তেন তবে সব নানা রকম প্রমাণের চেয়েও অনেক শক্তিশালী প্রমাণ দিতে পারতেন । এই নির্বাচন সাজানো নাটক, ফলাফল আগেই নির্ধারণ হয়ে আছে । দেখুন তার প্রমাণ : আওয়ামী লীগ ২০০ আসন পাবে।

বাজি? হাসান শরীফ নামের একজন ব্লগার ভোটের আগের দিন রাতে লিখেছেন এই ব্লগ , আওয়ামী লীগ ২০০ আসন পাবে । তিনি কি করে বুঝলেন ?? নিশ্চয়ই !!!!! (অন্ততঃ এমন জিনিসও যদি তিনি প্রমাণ হিসেবে হাজির করাতে পারতেন তাহলেও না হয় হতো, কি বলেন ?? তবে ঐ )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।