আমাদের কথা খুঁজে নিন

   

জামাতি ছাগুর কান্ড

আমার সাথে শয়তানের পার্থক্য হলো,শয়তানের অপরিসীম ক্ষমতা আর আমার কোন ক্ষমতা নাই----------খুব ইচ্ছা করে সেই দিন গুলোতে ফিরে যেতে যখন বন্ধুরা দলবেধে একসাথে থাকতাম,ক্রিকেট খেলতাম অথবা বৃষ্টিতে ভিজে ফুটবল খেলতাম। অথবা সেই দিনগুলিতে যখন একটা মাসুদ রানা কিনতে ২০ কি

নুর মোহাম্মদ জেহাদী। হ্যাতার নাম শুনলে মনে হয়, ইসলামী জোশে ভরপুর এখ্খান মাল। নাভারনে খালেদা জিয়ার জনসভায় হ্যায় জোশে কইয়া ফালাইলো, "যারা নৌকায় ভোট দেই, হ্যাতারা কাফের। " নির্বাচনের রাত হইতেই উনি আত্নগোপনে আছিলেন।

যেহেতু পেশায় শিক্ষক, বিদ্যালয়ে হাজির না হইলে চাকরীর সমস্যা হইতে পারে। তাই অভিনব কায়দায় থানায় টেলিফোন, "আমার বাড়িতে হামলা হইছে, আমার রান্না ঘরের টালি গুলারে আওয়ামী লীগের পোলাপান, মাটির সাথে হুয়াইয়া দিছে। " যথারীতি পুলিশ আইয়া দেহে জায়গার টালি যথাস্থানে বিদ্যামান। কোন হামলা ও হয়নি। আর আইজকা সকালে হালা জিহাদী রে আবার এলাকায় দেহা যাইতেছে।

পুলিশ প্রটেকশন পাওয়ার জন্য কি অভিনব নাটক। জামাতি ছাগুদের পক্ষেই এইডা সম্ভব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।