আমাদের কথা খুঁজে নিন

   

জামাতি হালচাল

রংপুর একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারকে ‘মিথ্যা মামলা’ আখ্যা দিয়ে এই মামলায় আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর হরতাল পালনে আমরা মোটেই বিস্মিত হইনি। স্বাধীনতার পর প্রায় চার দশক তারা হেসেখেলে কাটালেও ৪১ বছরে এসে কট্টর মৌলবাদী এই দলটি প্রথম কঠিন সত্যের মুখোমুখি হলো। দলের সাবেক ও বর্তমান আমিরসহ শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা যুদ্ধাপরাধ তথা মানবতাবিরোধী অপরাধের অকাট্য প্রমাণসহ এখন বিচারের সম্মুখীন। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক আইন ও দেশীয় আইনের সব শর্ত মেনেই এই বিচার হচ্ছে। অতএব আইনগতভাবে একে চ্যালেঞ্জ করা অসম্ভব, যে কারণে জামায়াতে ইসলামীর দেশি-বিদেশি পৃষ্ঠপোষকেরা কোটি কোটি ডলার খরচ করে বহির্বিশ্বে প্রচারণা চালিয়ে, লবিস্ট নিয়োগ করেও সুবিধা করতে পারেননি।

দ্বিতীয় যে পন্থাটি তাঁদের সামনে খোলা ছিল সেটি হলো আইনি লড়াই। সেটি তাঁরা পুরোপুরিই করেছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে পক্ষপাত বা একদেশদর্শিতার প্রামাণ্য অভিযোগ কেউ আনতে পারেননি। আদালত উভয় পক্ষের দুর্বলতা ত্রুটিগুলো কেবল চোখে আঙুল দিয়ে দেখিয়েই দেননি, প্রভাবশালী মন্ত্রী-নেতাকে শোকজ করেছেন। অতএব, মিথ্যা মামলা ও সাজানো নাটকের অভিযোগ একেবারেই ভিত্তিহীন।

মুক্তিযুদ্ধের সময় দখলদার পাকিস্তানি সেনাদের বর্ধিত অংশ হিসেবে ভূমিকা পালনকারী দলটি যে পদ্ধতিগত অপরাধ সংঘটন করেছে , তার জন্য যে তাদের এভাবে বিচারের মুখোমুখি হতে হবে, সে কথা কখনোই ভাবেনি। কেননা, এই দলেরই দুই শীর্ষস্থানীয় নেতা কয়েক বছর আগেও রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন, মন্ত্রিত্ব করেছেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ যুদ্ধাপরাধের বিচার করার অঙ্গীকার করেও রক্ষা করেনি। সে কারণে অনেকেই সন্দিহান ছিলেন, বর্তমান সরকার আদৌ যুদ্ধাপরাধীদের বিচার করতে পারবে কি না? কিন্তু আশার কথা হলো, যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে চলছে। আর এই বিচার যতই যৌক্তিক পরিণতি পাচ্ছে, ততই জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে অস্থিরতা বাড়ছে।

আইনি প্রক্রিয়ার বাইরে তাঁরা এই বিচারকে মোকাবিলা করতে রাজপথে সর্বশক্তি নিয়োগ করছেন, আইন হাতে তুলে নিয়েছেন। এর মাধ্যমে একাত্তরের ঘাতক হিসেবে চিহ্নিত দলটির দুটি মৌলিক দুর্বলতা ধরা পড়েছে। প্রথমত, অভিযুক্ত নেতারা প্রকৃতই যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিলেন। দ্বিতীয়ত, তাঁরা দেশের প্রচলিত আইন, সংবিধান তথা বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এত দিন তাঁদের হামলা-আক্রমণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সীমাবদ্ধ থাকলেও এখন জনজীবন ও সম্পদ ধ্বংস করার কাজে লিপ্ত হয়েছেন।

হরতালের নামে তাঁরা সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছেন। গত দুই দিনে বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থাপনায় হামলা প্রমাণ করেছে যে, এই দলটির নেতা-কর্মীরা গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করেন না। ১৯৭১ সালে যেই রাজনৈতিক মতাদর্শ এথনিং ক্লিনজিংয়ে উদ্বুদ্ধ করেছিল, সেই মতাদর্শ আজও তাঁরা ত্যাগ করেননি। যেই রাজনৈতিক ও গণতান্ত্রিক আদর্শের ভিত্তিতে বাংলাদেশ নামের রাষ্ট্রটি প্রতিষ্ঠা পেয়েছে, তার সঙ্গে জামায়াতে ইসলামী তখনো নিজেকে খাপ খাওয়াতে পারেনি, এখনো পারছে না। স্বাধীন বাংলাদেশে জামায়াতের রাজনীতির পুনরুত্থান ঘটে জিয়াউর রহমানের আমলে।

আওয়ামী বাকশালিদের ঠেকাতে এই সামরিক শাসক স্বাধীনতাবিরোধী মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তিকে ব্যবহার করেছেন, রাজাকার-আলবদরদের জেলখানা থেকে বের করে এনে রাজনীতিতে পুনর্বাসিত করেছেন। জামায়াতের রাজনীতি প্রথমে শুরু হয়েছিল ইসলামী ডেমোক্রেটিক লীগের নামে। ১৯৭৯ সালের সংসদে এই দলের ৯-১০ জন সাংসদ নির্বাচিতও হয়েছিলেন এই ব্যানারে। ১৯৮০ সালে জামায়াতে ইসলামী দলটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এবং একই বছর পাকিস্তানি পাসপোর্টধারী গোলাম আযম দেশে ফিরে আসেন। এরপর দলটি কখনো সামরিক স্বৈরাচারের সহায়তায় আর্থিক প্রতিষ্ঠান করেছে, কখনো তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে নানা সেবামূলক কর্মসূচি হাতে নিয়েছে।

কিন্তু তাদের মৌলবাদী রাজনৈতিক ধ্যানধারণা থেকে এক কণাও সরে আসেনি। বাংলাদেশের বিপদ এখানেই। প্রতিষ্ঠার পর থেকে জামায়াতে ইসলামী এই প্রথম দেশব্যাপী হরতাল পালনের দুঃসাহস দেখাল। কিন্তু এককভাবে তাদের সেই শক্তি আছে কি? হরতালের আগের দিন যাত্রাবাড়ী এলাকায় জামায়াতের কর্মীরা কয়েকটি গাড়ি পুড়িয়ে ফেললে স্থানীয় লোকজন তাঁদের প্রতিরোধ করে কয়েকজন কর্মীকে পুলিশের হাতে সোপর্দ করেছে বলে গণমাধ্যমে খবর এসেছে। এর মাধ্যমে প্রমাণিত হলো, এই দলটির প্রতি বৃহত্তর জনগণের সমর্থন নেই।

তাহলে তারা হরতাল পালনের দুঃসাহস দেখাল কীভাবে? তারা সেই দুঃসাহস দেখাতে পেরেছে বিএনপির জোরে। সোমবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘দেশের প্রচলিত আইনে নিবন্ধিত রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে গতকাল (সোমবার) শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠানে বাধা প্রদানের প্রতিবাদে তাদের ডাকা হরতাল কর্মসূচি যৌক্তিক ও গণতান্ত্রিক। জামায়াতের কর্মসূচি বানচালের জন্য ছাত্রলীগ ও যুবলীগকে মাঠে নামানো ন্যক্কারজনক। এ পরিস্থিতিতে জামায়াতে ইসলামী আহূত আগামীকালের হরতালের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নৈতিক সমর্থন ঘোষণা করছে। ’ বাংলা ভাষায় নৈতিক শব্দের অর্থ নীতিগত বা নীতিঘটিত।

কারও নীতির সঙ্গে একমত পোষণ করলেই কেবল তাকে নৈতিক সমর্থন দেওয়া যায়। এর মাধ্যমে মৌলবাদী জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয়তাবাদী বিএনপির নীতিগত বা আদর্শগত ফারাকটি একেবারেই মুছে ফেলা হলো। অথচ কয়েক দিন আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন স্থানে পুলিশের ওপর জামায়াত-শিবিরের সন্ত্রাসী হামলা প্রসঙ্গে বলেছিলেন, ‘জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মসূচির দায়িত্ব তাঁরা নেবেন না। এমনকি ১৮ দলও তার দায়িত্ব নেবে না বলে জানিয়েছিলেন তিনি। এখন সেই দল আহূত অনৈতিক ও অন্যায্য দাবিতে করা হরতাল কর্মসূচির প্রতি নৈতিক সমর্থন জানাল বিএনপি।

আমরা জানি না গতকাল বিভিন্ন স্থানে হরতালের পক্ষে যারা মিছিল করেছে, যারা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, তাদের মধ্যে জামায়াতের ব্যানারে বিএনপির কোনো নেতা-কর্মী ছিলেন কি না? থাকলেও তা অস্বাভাবিক নয়। পুকুরে বড় মাছ থাকলে ছোট মাছ খেয়ে ফেলে। কিন্তু এখন দেখা যাচ্ছে, ছোট মাছই বড় মাছ খেয়ে ফেলছে। অর্থাৎ বিএনপির নিজস্ব রাজনৈতিক কর্মসূচিতে জামায়াতে ইসলামী কখনোই সমর্থন জানায়নি, কিন্তু জামায়াতে ইসলামী তাদের রাজনৈতিক কর্মসূচিতে বিএনপির সমর্থন আদায় করে নিল। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে? বিএনপির নেতারা বলতে চাইছেন জামায়াতে ইসলামী একটি নিবন্ধিত রাজনৈতিক দল।

সভা-সমাবেশ করার অধিকার তাদের আছে। কিন্তু সেই সভা-সমাবেশ করার অধিকারের নামে রাস্তায় ভাঙচুর-জ্বালাও-পোড়াও কিংবা পুলিশের ওপর হামলা চালানো গণতান্ত্রিক অধিকার হতে পারে না। দ্বিতীয়ত, তাদের এই আন্দোলনের উদ্দেশ্য কী? জামায়াতে ইসলামী বলেছে, যুদ্ধাপরাধের বিচারের নামে ‘মিথ্যা মামলা’ দায়ের করা হয়েছে, সাজানো নাটক করা হচ্ছে। যুদ্ধাপরাধের বিচারকে তাঁরাই সাজানো নাটক বলতে পারেন, যাঁরা একাত্তরে মুক্তিযুদ্ধের এবং মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। বিএনপি এখন তার প্রতি নৈতিক সমর্থন জানিয়ে যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে অবস্থান নিল।

এত দিন বিএনপির নেতারা বলে আসছিলেন, তাঁরা যুদ্ধাপরাধের বিচারের বিরোধী নন, তবে বিচার-প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে চান। কিন্তু বর্তমানে বিএনপির অবস্থান সরাসরি যুদ্ধাপরাধীদের পক্ষে। প্রশ্ন হলো, বিএনপির নেতৃত্বের এই মতিভ্রম ঘটল কেন? যুদ্ধাপরাধের বিচার সমগ্র জাতির দাবি। এ দাবিকে অগ্রাহ্য বা বিরোধিতা করার অর্থ হলো বাংলাদেশের অস্তিত্ব অস্বীকার করা। যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে জামায়াত কোটি কোটি টাকা খরচ করে, বিদেশে লবিস্ট নিয়োগ করে, প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।

কিন্তু সৌভাগ্যের বিষয়, পাকিস্তান ও সৌদি আরবসহ কোনো মুসলিম দেশের সমর্থন তারা পায়নি। এখন বিএনপি তাদের ছত্রধার হিসেবে আশ্রয় দিল। যুদ্ধাপরাধের বিচার গোপন নয়, প্রকাশ্য। বিবাদীপক্ষের ঝানু ঝানু সব কৌঁসুলি সওয়াল-জবাব করেছেন, যুক্তি-তর্ক উপস্থাপন করেছেন; বাদীপক্ষের সাক্ষীদের পাশাপাশি বিবাদীপক্ষের সাক্ষীদেরও জবানবন্দি নেওয়া হয়েছে। আইনি লড়াইয়ের মাধ্যমেই বিচার-প্রক্রিয়াকে যৌক্তিক পরিণতিতে যাওয়া উচিত।

কিন্তু সেই প্রক্রিয়া থামিয়ে মাঝখানে জামায়াত-শিবিরের এই যে তাণ্ডব, এই যে সন্ত্রাসী তৎপরতা, এই যে হরতালের নামে নৈরাজ্য সৃষ্টির প্রতি বিএনপি নৈতিক সমর্থন দিয়ে মুক্তিযুদ্ধে অগণন শহীদের আত্মাকে অপমানই করেননি, নিজেদের নৈতিক পরাজয় ঘটিয়েছে। বিএনপির ভেতরে যেসব মুক্তিযোদ্ধা আছেন, দলের ভেতরে যে তরুণ প্রজন্ম একটি আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখে, তারা নিশ্চয়ই শীর্ষ নেতৃত্বের এই অন্যায় আদেশ মানবে না। এমনকি জামায়াতে ইসলামীর স্বাধীনতা-উত্তর প্রজন্মই বা কেন একাত্তরে তাদের নেতাদের অপরাধ, কলঙ্ক ও গ্লানির দায় নেবে? একাত্তরে যুদ্ধাপরাধের বিচারের সঙ্গে বর্তমান দলীয় রাজনীতি কিংবা ভোটের হিসাব-নিকাশ মেলানো রাজনৈতিক গাদ্দারি ছাড়া কিছু নয়। (এর আগে ফেসবুকে নোট হিসেবে প্রকাশিত হয়েছিলো!) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।