আমাদের কথা খুঁজে নিন

   

জামাতি পণ্য...

বাচাল যুদ্ধে লড়াই করতে গিয়ে আজকাল লেখাই হয় না। আর অত্ত বড় গেনী না আমি যে কইলেই লেইখ্যা ফালামু। আইচ্ছা আজাইরা পেচাল বাদ অহনে আসল কথায় আহি। আমজনতার নেতা ভাই একটা পোস্ট দিছেন আপনার আমার টাকায় চলছে শিবির কথা সত্য এক পোস্ট। আর হেনে নৃ আপা (আমার বর্তমান প্রতিদ্বন্দ্বিনী) ডাক দিয়াছেন জামাতী পণ্য বর্জনের।

হুম এরকম একবার চালু করসিলাম। খিয়াল কইরা দেখপেন ফেবুতে হরহামেশাই (ইস্পিশালি মালাউন ভারত যদি কিছু করে আমাগো) ভারতীয় পন্য বর্জনের ডাক আসে। কিন্তু জামাত-শিবিরের রাজাকারী পণ্য বর্জনের ডাক মনে হয় আমি একবার দিসিলাম আর তাতে দুই তিনজন কষ্ট পাইয়া ম্যাতকার করসিলো আর আমি তাগোরে সহীহ পদ্ধতিতে বরাক বাঁশ বুঝায়া দিসিলাম। যাউজ্ঞা অহনে আমি ইখানে কিস্যু লিস্টি দিমু। আমি তো আর ব্যবাক জানিনা যা যা জানি তা তা তুইল্যা দিলাম আপনেরাও যা যা জানেন মন্তব্যের মাইধ্যমে যোগ কইরা দিয়েন।

শুরুতে কিছু ব্যাক্তিবর্গ দিয়া শুরু করি যারা আজ নিজেদের বেইচ্যা দিসে। কবি ফররুখ আহমেদ , অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ , অধ্যাপক ড. কাজী দীন মুহাম্মদ কবি আল মাহমুদ, সৈয়দ আলী আহসান, আল মুজাহিদী, হাসান আলিম অভিনেতা ওবায়দুল হক সরকার, আরিফুল হক,চিত্রনায়ক আবুল কাসেম মিঠুন,ঢাবির আসিব্ব্যাই। সংস্কৃতি সংগঠন সিএনসি, বাংলা সাহিত্য পরিষদ, স্বদেশ সাংস্কৃতিক পরিষদ, উত্সঙ্গ, সৃজন চিন্তন, মৃত্তিকা একাডেমী, প্রতিভা ফাউন্ডেশন, শহীদ মালেক ফাউন্ডেশন, কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, সাইমুম শিল্পীগোষ্ঠী, বিপরিত উচ্চারণ, পল্টন সাহিত্য পরিষদ, ফররুখ পরিষদ, চত্বর সাহিত্য পরিষদ, কিশোর কলম সাহিত্য পরিষদ, ফুলকুঁড়ি সাহিত্য পরিষদ, নতুন কলম সাহিত্য পরিষদ, আল হেরা সাহিত্য পরিষদ, মাস্তুল সাহিত্য সংসদ, সম্মিলিত সাহিত্য-সাংস্কৃতিক সংসদ, স্পন্দন সাহিত্য পরিষদ, রেলগাছ সাহিত্য পরিষদ, কবি সংসদ বাংলাদেশ, কবি আবু জাফর ওবায়দুল্লাহ সাহিত্য সংসদ, কানামাছি সাহিত্য পরিষদ, অনুশীলন সাহিত্য পরিষদ, শীলন সাহিত্য একাডেমী, পারফর্মিং আর্ট সেন্টার, সংগ্রাম সাহিত্য পরিষদ, উচ্ছ্বাস সাহিত্য সংসদ, ইসলামী সাহিত্য পরিষদ, দাবানল একাডেমী, মওদুদী রিসার্চ সংসদ,বাংলাদেশ সাহিত্য কেন্দ্র নামে ভ্রাম্যমান লাইব্রেরী [বিশ্ব সাহিত্য কেন্দ্রের কপি] প্রিন্টিং আই মিন প্রকাশনী বাণিজ্য সিদ্দিকীয়া পাবলিকেশন্স, আধুনিক প্রকাশনী, প্রীতি প্রকাশন, কিশোর কণ্ঠ প্রকাশনী, ফুলকুঁড়ি প্রকাশনী, মিজান পাবলিকেশন্স, ইষ্টিকুটুম, আল্পনা প্রকাশনী, গণিত ফাউন্ডেশন, মদিনা পাবলিকেশন্স, প্রফেসর’স, কারেন্ট নিউজ, সাজ প্রকাশন, সৌরভ, সাহিত্যকাল, নবাঙ্কুর, সাহিত্যশিল্প, শিল্প কোণ, আযান, অনুশীলন, ফুলকলি, দিগন্ত, পাঞ্জেরী, আল কোরআন প্রকাশনী,প্রফেসরস গাইড কোচিং বাণিজ্য রেটিনা,প্রবাহ,ফোকাস,কনক্রিট,ইনডেক্স,রেডিয়াম,অপ্টিমাম,শুভেচ্ছা,সাকসেস কোচিং সেন্টার। (আপাতত মাথাত আর আসতেসে না) ব্যাঙ্ক প্রতিষ্ঠান এখানে নয়া কইরা কি কমু ইসলামী ব্যাঙ্ক লিমিটেড কইলেই হইয়া যায়। ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড, ইন্স্যুরেন্স ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কো. লি., ইসলামী ইন্সুরেন্স কো. লি.,তাকাফুল ইসলামী লাইফ ইন্সুরেন্স ডেভেলাপার কোরাল রীফ,মিশন ডেভেলাপারস,এস.এ.এফ,এম.ডি.সি গ্রুপ,কেয়ারী,ইনটিমেট হাউজিং,সোনারগাঁ হাউজিং,লালমাটিয়া হাউজিং,সিলভার ভিলেজ হাউজিং,ওয়ান সিটি,আবাসন সিটি।

বাস সার্ভিস পাঞ্জেরী,আবাবিল শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি(আইআইইউসি),এশিয়ান ইউনিভার্সিটি,সাউথ ইস্ট ইউনিভার্সিটি,ইউ আই ইউ,ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ টেকনিক্যাল কলেজ,মানারত (স্কুল আর বিশ্ববিদ্যালয়),গ্রীন ইউনিভার্সিটি,লাইসিয়াম কিন্ডারগার্টেন, সংবাদপত্র দৈনিক সংগ্রাম,দৈনিক নয়া দিগন্ত টিভি চ্যানেল দিগন্ত টিভি,ইসলামিক টিভি হাসপাতাল ইসলামী ব্যাঙ্ক হাসপাতাল,ইউনাইটেড হাসপাতাল,ইবনে সিনা,আদ দ্বীন হাসপাতাল,ফুয়াদ আল খতিব মেডিকেল ট্রাষ্ট। ফার্মাসিউটিক্যাল (আরে ঐ যে অষুধ বানাই ফ্রতিষ্ঠান) ১. ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ২. বায়োফার্মা ল্যাবোরেটরীজ লিমিটেড এছাড়াও কেয়ারী সিন্দাবাদ এটা তো ব্যবাকতেই চিনেন তাই হানিমুন মারাইতে সেন্টমার্টিন যাওয়ারকালে এটাতে কইরে যাইবেন আশা করতেসি। এরকম আরো ম্যালা আছে,কইতে গেলে স্বাধীনতার চল্লিশ বছর পর আজকের এইদিনে আমরা যতটা না আগাইয়া গ্যাসি পুন্দা পুন্দি করতে করতে হেরা নিয়মমাফিক পরিকল্পনা কৈরা ঠিকই আগায়া গ্যাছে। আমরা সকলেই জানি ওদের মধ্যে কে কি করবে এটা উইচ্চ্যমহল হইতে নির্ধারন কৈরা দেওয়া হয় আই মিন কে হইবে বেলেড শামসু,বুমা মফিজ আর কে হইবে আল্লামা হাফেজ। এখানে যত তথ্য দিলাম গুটি কয়েক আমার ব্যক্তিগত জানা থেকে বাকীগুলা বিভিন্ন অনলাইন সুত্র হইতে পরীক্ষা কইরা লওয়া।

তথ্যসূত্র: নাগরিকব্লগ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।