আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্র ও শিক্ষক রাজনীতির অবসান চাই

বুকের ভেতর বহুদূরের পথ.........

কর্মক্ষেত্রে জয়েন করে দেখি আমার চেয়ে ৪/৫ বছরের ছোট পোলাপান আমার সাথে একই লেভেলে কাজ করছে। না, এখানে আমার অন্য কোন দোষ ছিলনা। পড়ালেখা শেষ করেই নিজের যোগ্যতায় প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশ নিয়ে চাকরী পেয়েছি। দোষ একটাই, আমার বাপের পয়সা ছিলনা যার কারণে প্রাইভেট ভার্সিটিতে পড়াতে পারেনি। সরকারী ভার্সিটিতে পড়ে ছাত্র আর শিক্ষক রাজনীতির পাপে জীবন থেকে হারিয়ে গেছে ৪ টি বছর।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে দখলের লড়াই। নতুন গদিনশীনরা এসেছেন, তাদের জায়গা ছেড়ে দিতে হবে। কিন্তু এই জায়গা ছাড়ার প্রক্রিয়া রক্তপাত শূন্য হবেনা। মানুষ মরবে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে মাসের পর মাস। ঠিক যেমন বন্ধ ছিল আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০০১-২০০২ তে।

কর্মক্ষেত্রের লড়াইয়ে নামার সময়টা কাটবে অলস- পেপার পড়ে, আড্ডা দিয়ে। ফলাফল হবে সেই আগের মত, বড়লোক সহপাঠীরা ক্যারিয়ারে এগিয়ে যাবে অনেক দূর। কারণ আমরা ফকিরের পোলাপান, প্রাইভেটে পড়তে পারিনা। ছাত্র রাজনীতির দিকপালদের কাছে উদাত্ত আহবান থাকবে, মারামারি করে যখন নিজেদের বিশ্ববিদ্যালয়টা বন্ধ করবেন তখন আরেকটু কষ্ট করে পাশের প্রাইভেট গুলোও বন্ধ করে দেবেন। আমাদের ফেলে ওরা কেন এগিয়ে যাবে? আরেকটা কথা আপনাদের এই মহান রাজনীতি প্রাইভেট গুলোতও ছড়িয়ে দিন না, ওরা কেন বন্ঞ্চিত হবে শুধু শুধু?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.