আমাদের কথা খুঁজে নিন

   

Howard VS Rudd, খালেদা বনাম হাসিনা - শেখার আছে অনেক কিছুই



অস্ট্রেলিয়ায় ১১ বছর ধরে Howard দেশ শাসন করেছেন, অথচ ২০০৭ এর নির্বাচনে নিজের এলাকার আসনটা পর্যন্ত হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এই নেতা। সাধারন জনগন এই ভীষন পপুলার নেতাকে ভোট না দেয়ার কারণ বিশ্লেষন করে দেখা গেছে যে, তিনি শেষের দিকে একটি workplace law পাশ করেন যা এদেশের ৮০ভাগ শ্রমিক দের বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বন্চিত করবে। ইচ্ছে করলেই মালিক পারবে একজন শ্রমিক'কে কারন দর্শাও নোটিস ছাড়াই কাজ থেকে অব্যাহতি দিতে। এই Law টিই Howard সরকার পতনের অন্যতম কারন হিসেবে বিবেচিত। ফলাফল?: ভরাডুবি! অত:পর, ভোটের দিন সন্ধ্যার পরে পরেই ছেলেমেয়ে এবং স্ত্রী কে নিয়ে তিনি সাংবাদিক সম্মেলনে আসেন।

নিজের ব্যার্থতা মেনে নিয়ে হাসি মুখে অভিনন্দন জানান প্রতিপক্ষ Rudd কে। বিনপি'র জন্য শিক্ষনীয়: বেগম খালেদা জিয়া, আপনি সাংবাদিক সম্মেলনে আসেন। নিজের ব্যার্থতা মেনে নিয়ে হাসি মুখে অভিনন্দন জানান প্রতিপক্ষ শেখ হাসিনা কে। ২০১৩ সালের ভোটের জন্য আজকের এই হাসি অনেক কাজে দিবে। আগামী ৫ বছর আছে আপনার হাতে, পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেয়ার জন্যে।

ভোটে কারচুপি, আপনার দলকর্মীদের পুলিশ কতৃক নির্যাতন এইসব নিয়ে হাউকাউ করে সময় নষ্ট করাটা বুদ্ধিমানের কাজ হবেনা। ভালো কিছু করুন, ভালো ফলাফল পাবেন। (আমার মা বলেন সবসময়, আপনার এই দুর্দিনে উপদেশটা মনে রাখেন) আ: লীগ'এর জন্য শিক্ষনীয়: ১১ বছর ধরে অস্ট্রেলিয়ানরা যাকে মাথায় করে সম্মান করেছে, সেই নেতাকেও তারা ছুড়ে ফেলে দিতে দ্বিধা বোধ করেনি। শেখ হাসিনা, সামনে আপনার কঠিন পরীক্ষা। অনেক বিশ্রাম নিয়েছেন এতদিন জেলে বসে, এখন কাজে লাগার সময়।

মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম (আমরা) আপনাকে শেষ সুযোগ দিচ্ছি, রাজাকারদের বিচার সুস্ঠুভাবে করে ৩০ লক্ষ শহীদের আত্নার শান্তি দেয়ার চেষ্টা করুন। অনিয়ম, দুর্নিতি এসব আপনাদের রক্তেই আছে (আমাদেরও), দুর্নিতি পুরোপুরি ছাড়তে পারবেননা জানি। তবুও চেষ্টা করুন। এখন থেকে পুকুর চুরি বন্ধ করে, ছোটোখাটো নালা-গর্ত চুরি করার অভ্যেস করুন। বিদেশী কোম্পানি গুলো থেকে ঘুষ নিয়ে, বিদেশে ইনভেস্ট না করে, দেশেই একটা কিছু করুন।

অন্তত আমাদের মতো কারো না কারো অন্নের সংস্থান হবে। আজকে এই পর্যন্তই, আরো উপদেশ লাগলে জানাবেন আর মাত্র ২১ দিন পরেই দেশে আসছি। সু'


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।