আমাদের কথা খুঁজে নিন

   

শিবির কর্মীর গণধোলাই



চিলমারীর দুর্গম চরাঞ্চল খাওরিয়ার চর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দাড়িপাল্লার পক্ষে প্রচার চালাতে গিয়ে জনতার হাতে গণ ধোলাইয়ের শিকার হয়েছে এক শিবির কর্মী। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঢুষমারা থানার ওসি জানান, ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার বাসিন্ধা ও কুড়িগ্রাম সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র আতাউর রহমান (২০) ভোট কেন্দ্রের বাইরে ভোটার স্লিপ দেয়ার পাশাপাশি এই আসনে জামায়াতের প্রার্থী নূর আলম মুকুলের দাড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার জন্য পীড়াপীড়ি শুরু করে। এতে স্থানীয় মানুষ ক্ষিপ্ত হয়ে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট হাসান হাবীব তার মুচলেকা নিয়ে স্থানীয় চেয়ারম্যান নওশাদ আলীর জিম্মায় তাকে ছেড়ে দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.