আমাদের কথা খুঁজে নিন

   

মহাজোটের তুমুল ভাবে জিতে যাওয়া!!!

জীবন্ত মানব সত্তার অস্তিত্বই নিঃসন্দেহে মানবের সকল ইতিহাসের প্রথম আরম্ভ...
অবিশ্বাস্য ফলাফল!! অবিস্মরনীয় বিজয়!!! বৈপ্লবিক গনরায়!!! স্বীকার করতেই হচ্ছে আহাম্মক হয়ে গেছি ভোটের ফলাফল দেখে। বি এন পি’কে এভাবে মানুষ প্রত্যাখান করবে ভাবতেই পারি নাই। এ যাবত যত গুলো নির্বাচন হয়েছে- মানুষ বি এন পি’কে প্রত্যাখান করেছে, কিন্ত এভাবে ঘটি বাটি বন্ধক কোনবারই হয় নাই। বাংলার জনগন এবার কি দেখালো?? গতবারের নির্বাচনে প্রায় একই রকম রায় পেয়েছিল বি এন পি। নিরঙ্কুশ ক্ষমতা যাকে বলে-অনেক কিছু করে দেখানোর ক্ষমতা।

সব ক্ষেত্রে বি এন পি সেই ক্ষমতার প্রতি সুবিচার করেছিল, এমন নয়। ক্ষমতা মানে তো এক ধরনের দায়ীত্ব, ভালো কিছু করে দেখানোর দ্বায়ীত্ব। এবারও যদি বি এন পি গনরায় পেয়ে যেত- কে জানে, হয়তো বি এন পি এক দানবে পরিনত হতো। বি এন পি এখন বসুক আত্মসমালোচনায়, পর্যালোচনা করুক তার কর্মপরিকল্পনা, স্থির করুক তার পরবর্তী পদক্ষেপ। ভাল একটা দিক হতে পারে-আমরা হয়তো আগের চেয়ে আরও দায়ীত্ববান এক বি এন পি’কে পাবো।

সেটাও বাংলাদেশের জন্য বিশাল এক অর্জন হবে। আওয়ামীলীগের জন্যও এটা নতুন সুযোগ, এতদিন প্রয়োজনীয় গরিষ্ঠতার জন্য যে কাজগুলো আওয়ামীলীগ করতে পারে নাই-সেটা করার জন্য এটা একটা ভাল সু্যোগ। এমন কি এ জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধনও আওয়ামীলীগ করতে পারবে। আওয়ামীলীগের জন্য যাবতীয় শুভকামনা। [এই পোষ্টটি প্রথমআলোব্লগেও প্রকাশিত হয়েছে, এই প্রথম আমি প্রথমআলোব্লগে লিখতে শুরু করছি]
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.