আমাদের কথা খুঁজে নিন

   

শান্তি মহাজোটের বিদায়ে: খালেদা

মঙ্গলবার এলডিপির ইফতার অনুষ্ঠানে বক্তব্যে একথা বলেন তিনি। অনুষ্ঠানে বিএনপির জোট শরিক প্রায় সব দলের নেতারাই অংশ নেন।
খালেদা জিয়া বলেন, “দেশ এক গভীর সঙ্কটের মধ্যে চলছে। এই মহাদুযোর্গ থেকে উত্তরণ ঘটাতে হলে জালেম ও দুর্নীতিবাজ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।
“আসুন, আজ আমরা সবাই এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যাতে জালেম ও দুর্নীতিবাজ এই সরকারের বিদায় ঘটে।


আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে হটাতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।
ট্রাস্ট মিলনায়তনে রাজনীতিকদের সন্মানে দেয়া এই ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন।
ইফতারের আগে খালেদা জিয়া টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে মঞ্চে ছিলেন এলডিপি সভাপতি অলি আহমদ, মহাসচিব রেদোয়ান আহমেদ, যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম,  সভাপতিমণ্ডলীর সদস্য মামদুদুর রহমান চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি।
ইফতারে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন মওদুদ আহমদ, এম কে আনোয়ার, জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, রুহুল আলম চৌধুরী, আহমেদ আজম খান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, মাহবুবউদ্দিন খোকন, বরকতউল্লাহ বুলু, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সানাউল্লাহ মিয়া, এম এ মান্নান প্রমুখ।


১৮ দলীয় জোট নেতাদের মধ্যে ছিলেন জামায়াতে ইসলামীর রেদোয়ান উল্লাহ শাহেদী, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ইসলামিক পার্টির আবদুল মোবিন, এনপিপির খন্দকার গোলাম মূর্তজা, ন্যাপের জেবেল রহমান গানি, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, মুসলিম লীগের এ এইচ এম কামরুজ্জামান খান, জাগপার লুৎফর রহমান, পিপলস লীগের গরীবে নেওয়াজ, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি, স্বাধীনতা ফোরামের আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.