আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার সহ সকল দেশবাসীর প্রতি একটি প্রজানৈতিক অনুরোধ

গণতন্ত্র হল এমন এক অস্তিত্বহীন মদ, যাতে সবাই মাতাল, কিন্তু কেউ কখনো পান করে নি।

ব্লগের অনেকে অনেক দল করি। কেউ রিপাবলিকান, কেউ ডেমোক্র্যাট পার্টি [একটু ভিন্ন নামে বললাম ] যে কেউ যে কোন দলকে সমর্থন দিতে পারি। কিন্তু সাবধান, খেয়াল রাখবেন কোন দলকে যে মাথা না দিয়ে দেই। মাথাটি যেন নিজের ঘাড়ের উপরেই থাকে।

নির্বাচনের পরে যারা রিপাবলিকান করি তারা রিপাবলিকানের সব কিছুই সমর্থন করব আর ড্যামোক্র্যাটদের সবকিছুর বিরোধিতা করব, তেমনি যারা ডেমোক্র্যাট করি তারা ডেমোক্র্যাটদের সবকিছু সমর্থন করব আর রিপাবলিকানদের সবকিছুর বিরোধিতা করব, এমন যেন হয় না। স্বসমর্থিত দল যদি কোন খারাপ কাজ করে তবে তার বিরোধিতা এবং বিপরীত দল যদি কোন ভাল কাজ করে তার সমর্থন দিতে যেন কুন্ঠিত না হই। মনে রাখতে হবে সবকিছুর উপড়ে দেশ। অতীতে দেখা গেছে যে আমাদের কোন রাজনৈতিক দলের সমস্ত কাজই দেশের জন্য ইতিবাচক নয়। তাই কোন দলকে অন্ধ ভাবে সমর্থন করা উচিৎ না।

এবং মনে রাখতে হবে আমরা বাংলাদেশের নাগরিক কোন দলের নাগরিক নই। ২০০৪ সালে নির্বচনের পরদিন হিলারী ক্লিনটন বলেছিলেন, "গতকাল আমরা কেউ রিপাবলিকান ছিলাম, কেউ ডেমোক্র্যাট ছিলাম। কিন্তু আজ আমরা সবাই আমেরিকান"। তেমনি আমরা বিএনপি সমর্থক বা আওয়ামী লীগ সমর্থক না হয়ে বাংলাদেশের সমর্থক হয়ে থাকতে চাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.