আমাদের কথা খুঁজে নিন

   

বন্দি জীবন আজ দ্বার খুলল



একটা দেশে গণতন্ত্র না থাকলে মানুষ খুব দুঃশ্চিন্তায় থাকে। জীবনটা কেমন যেন বন্দি লাগে। সব সময় ভয়ের মধ্যে দিয়ে কাটাতে হয়। স্বাধীন দেশ হয়েও পরাধীনতার মত বেচে থাকতে হয়। আমার মনে হয় দু পাখা মেলে দিয়ে সুদূর নীল আকাশে উড়তে।

শুধু মনে হচ্ছে আকাশে আমার ঘর আর আকাশেই আমার বসবাস। আমি দেখছি আর দেখছি কত রকমের মানুষ। কেউ বড় কেউ ছোট কি রকম সকলে একহয়ে কাজ করছে। কিন্তু মাঝে মাঝে তাদের মধ্যে যে কি কান্ড ঘটে । আজ ভোট আমরা সকলে জানি হয়তো আওয়ামী অথবা বিএনপি জিতবে।

তবে যেই জিতবে সে যেন মানুষকে ভালবাসে। এ রকম সময় গেছে যে একজন যদি ব্যার্থ দলের হয় তাহলে তার কোন বিচারকার্য করা হয়না। মানুষের মাঝে এই যে ভেদা ভেদের একটা বড় প্রাচীল। এ প্রাচীল একজন ব্যার্থ দলের মানুষকে জীবন সাহ্নাহের কঠিন জায়গায় নিয়ে যায়। যা দু চোখ দিয়ে বেদনার বসবর্তী হয়ে অশ্রু ঝরানো।

আর নিজের চোখ দুটো রাক্ষসী কুকুরের মত ঘুরে দাড়ায়। তাই তো শ্রদ্ধা ভরে বলতে চাই আজ হব মুক্ত আজ হব শান্ত আমি এবং আমরা সবাই উন্মুক্ত দ্বার খুলে বন্দি জীবন থেকে বেড়িয়ে এসে সকাল বেলার টলটলে খেজুর রসের ভিজানো পিঠা খেতে চাই। সকালের সোনার আলোই জীবনটা রঙিন করতে চাই। জীবনকে ভালবাসতে চাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।