আমাদের কথা খুঁজে নিন

   

কাগজ বন্দি

তেমন কিছু বলার নেই.........

২৪ অক্টোবর, ২০১৩
রাত ২:৩৫
কাঁঠাল তলা, ঢাকা।

কাগজে লিখিনা অনেকদিন। কেমবল তোমার জন্যই এই ঘণ রাতে কাগজ কলমের মিলণ ঘটলো। সত্যি কিনা জানিনা তবে বিশ্বাস করেছি। আবার দেখা হবে, আগের মত ছোট ছোট বিষয়গুলো নিয়ে খুনশুটি, ভাবতেই চমৎকার লাগছে।

মনের মধ্যে কেমন যেন এক চাঞ্চল্যতা অনুভব করছি। অন্যরকম এক ভাললাগা কাজ করছে। তোমারও কি তাই?

লোকমারফতে জানতে পেলাম তোমার নাকি সুমতি হয়েছে। কিন্তু আজ দুদিন হয়ে গেল তোমার কোন খবর পেলাম না ওদিকে বার্তাবাহকও নিখোঁজ প্রায়। আমাদের মিলণ হবে কি না জানিনা তবে এই মিলন বার্তা আমার আগামীর জন্য কাগজ বন্দি করলাম।

যেন ভাল লাগাটুকু হারিয়ে না যায়। ইচ্ছে হলেই যেন উপভোগ করতে পারি।

আমার এই চিঠি তুমি পর্যন্ত হয়তো পৌছবে না। অনেক চিঠি জমাপরে আছে, তোমায় দিব বলে লিখেছিলাম। অভিমান করে এমন কান্ড কেউ করে বল?

অপেক্ষায় রইলাম............... ভালোথেকো, উত্তর জানিও।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।