আমাদের কথা খুঁজে নিন

   

সময়ের কারাগারে বন্দি

ঘন্টাগুলো কেটে যায় মুহূর্তের আগে তুমি সামনে থাকলে সেই অনুভুতির কথাগুলো বোঝাতে পারি না। ওই চোখ চেয়ে পার হয়ে যায় দিন মাস মুহূর্তের মাঝে, তোমার চোখে চোখ পড়লে তোমাকে বলে বোঝাতে পারব না। ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে কোথায় যেন হারিয়ে যাই; সময় বাঁধা পড়ে না আর সময়ের মাঝে কালের সময় পার হয়ে যায় মুহূর্তের মাঝে। কেমন জানি ঘোরের মাঝে সময় কেটে যায় দিনরাত্রির পার্থক্য বুঝি না কেন জানি তুমি সামনে থাকলে। কপাল থেকে চোখ বেয়ে নেমে আসে চিবুকে চিবুক থেকে আদর নেমে আসে ঠোঁটের কোল ঘেসে ঠোঁটে ঠোঁটের স্পর্শ পাই যেন কোথায় হারিয়ে যাই। ঠোঁট থেকে গলা, গলা থেকে বুক পর্যন্ত নামতেই যেন ঘুরে যায় ঘন্টার কাঁটাখানি সুধা পান বন্দি হয়ে রয় সময়ের কারাগারে। সময় ঘড়িতে ঢং ঢং ঘণ্টাধ্বনি বাজে বার বার মনে করিয়ে দাও সময় ফুরিয়ে যাচ্ছে অভিমানে, রাগে বা অনুরাগে । আসলেই যে সময় ফুরিয়ে এসেছে বুঝি নিতো ঘোরের মাঝে অসমাপ্ত সুধা পান তাই হ্রদয়ে কশাঘাত হয়ে বাজে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।