আমাদের কথা খুঁজে নিন

   

চিকনমিয়ার পতাকা



চিকনমিয়া আমার "আজ আমাদের বিজয় দিবস" পোস্টের পতাকার ডিজাইনটা কি করে করেছিলাম তা জানতে চেয়েছিলেন। এই নিন পতাকা বানানোর নমুনা। আমি দুঃখিত দেরি হবার জন্য। প্রথমে Photoshop ওপেন করুন। File মেনু থেকে New (Ctrl + N) চাপুন।

Name: (Anything) Width: 700 Height: 500 Resolution: 72 Color Mood: RGB Background Contents: White / Transparent এবার OK করুন নতুন ক্যানভাস তৈরী হল। এবার আবার File মেনু থেকে Open (Ctrl+O) আগে থেকে যদি পতাকার কোনো ছবি থেকে থাকে তাহলে তা Open করুন। পতাকার ছবিটি Open করার পর ছবিটিকে Drag & Drop করুন আপনার ক্যানভাসে। নতুন ক্যানভাসের Background কালার কাল করার জন্য আপনার কীবোর্ডের D বাটন চাপুন। তারপর Background Layer সিলেক্ট করে (Shift + Backspace) চাপুন।

এবার মেনু বার থিকে Filter > Distort > Wave ক্লিক করুন। নতুন Window ওপেন হবে। Number of Generators: 1 Type: Sine Wavelength: Min: 43 Max: 136 Amplitude: Min: 29 Max: 43 Scale: Horiz: 100% Vert: 100% Undefined Areas: Repeat Edge Pixels সেট করুন, এরপর OK করুন। এবার মেনু বার থেকে Edit > Transform > Skew সিলেক্ট করুন। তারপর নিজের মত করে পতাকা স্কেল করুন।

আপনার পতাকা রেডি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।