আমাদের কথা খুঁজে নিন

   

চিকনমিয়ার বিয়ের খবর ওয়েবে দেখতে চাই

তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে।

পৃথিবীর সবচে মোডা লোকটার বিয়ে হলো কয়েকদিন আগে। ইয়াহু, এম.এস.এস থেকে শুরু করে ওয়েবের বিভিন্ন সাইটে নিউজটি অনেকক্ষন লটকানো ছিলো। জার্মান টি.ভি তে হয়তো কোন ম্যাগজিন অনুষ্টানেও প্রচারিত হয়েছে। দু:খের বিষয় আমি সেই অনুষ্টান দেখতে পারিনি গত বছর মনে হয় মটকুকে নিয়ে একটি ডকুমেন্টারি জার্মান টি.ভি তে প্রচার হয়েছিলো।

চিকনময়াকে নিয়ে এই রকম অনুষ্টান বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে প্রচার করার উদাক্ত আহবান জানাচ্ছি। আমাদের তো মটকু নাই। একমাত্র চিকনাই ভরসা। তার খবরটাও যদি ওয়েবে আসে তাহলে তামাম পৃথিবীর কুটি-কুটি লোক বাংলাদেশ সম্পর্কে যানতে পারবে চিকনা, তু রেডি হ যা (শালার পাবলিকের খেয়ে কোন কাম নাই মনে হয়) ছবি ওয়েব থেকে সংগ্রীহিত। মোটকার পাশে ওর বউ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।