আমাদের কথা খুঁজে নিন

   

একটি জনমত জরিপ:চিকনমিয়ার ওপর কি রোজা ফরজ হইয়াছে (ফান পোস্ট)

munirshamim@gmail.com

ব্লগের একটি আলোচিত এবং বিখ্যাত চরিত্র চিকনমিয়া। জনপ্রিয়ও। মাইনাচ দেন প্রাণ খুলে। তাকে সরাসরি দেখবার সৌভাগ্য হয়নি। আমার ব্লগেও কালে ভদ্রে আসেন।

দয়া করে। ফলে তার সম্পর্কে আমার জ্ঞানের দৌড় খুবই সামান্য। মাঝখানে শুনেছি আবার নকল চিকনমিয়াও বেরিয়েছে। আসল-নকল চিকনমিয়া কীভাবে চেনা যাবে সে সম্পর্কে অনেকে পোস্টও ছেড়েছেন। চিকনমিয়াকে নিয়ে ব্লগারদের এ সাবধানতা ব্লগের ইতিহাসে কয়েকটি বিরল ঘটনাগুলোর মধ্যে অন্যতম।

তবে তার প্রোফাইলের ছবিটাই প্রমাণ করে তিনি আসলে চিকন। চিকন হলেও ওজন কতখানি বোঝা যায় না। তিনি কি লম্বা নাকি খাটো তাও জানি না। এত সব না জানার কারণে আমার বড়ই ভাবনা জাগিতেছে যে, তার ওপর কি রোজা ফরজ হইয়াছে। যদি ফরজও হয়ে থাকে তবে তিনি যদি রোজ করেন তাতে কি তিনি আর চিকনা হয়ে যাবার সম্ভাবনা রয়েছে? যারা চিকনমিয়াকে স্বচক্ষে দেখে সৌভাগ্যবান হওয়ার গৌরব অর্জন করিয়াছেন তারা এ বিষয়টি জানাইলে খুশি হইবো...চিকনমিয়া নিজেও জানাইতে পারেন পবিত্র এ রোজায় তার ব্যক্তিগত পরিকল্পনা....এ যেমন তিনি রোজা রাখবেন কি না, রাখলে ডাক্তারের সাথে পরামর্শ করেছেন কিনা, ডাক্তার কী কী সেহরী ও ইফতারীতে খেতে বলেছেন ইত্যাদি..... পুনশ্চ: এ পোস্ট চিকনমিয়া সম্পর্কে নিতান্ত ভালবাসা থেকে।

আশা করি এ ভালবাসা তিনি এবং তার ভক্তরা মূল্যহীন মনে করবেন না....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.