আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচনের ফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে নাকি বানচালের ষড়যন্ত্র চলছে



নির্বাচনের ফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে, আজ বিএনপির নেত্রী খালেদা জিয়া বলেছেন । গত কয়েকদিন বলছিলেন নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে । নানারকম ষড়যন্ত্র দেখছেন তিনি, সেই ভয়ে খুব শংকিত তিনি । আসলে সেই ভয়টা কিসের?? নির্বাচনে হারার ভয় !! দুই কথার মােন েতা দুই রকম । খালেদা জিয়া যে নির্বাচন নিয়ে ভীত সেটা অনেক আগেই দেখা গেছে ।

২০০১ সাল ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার সরকার কেমন শাসন পরিচালসা করেছেন সেটা যেকোন পাবলিকের থেকে তিনি বেশি জানেন । জনগণের ক্ষোভের আভাস তিনি ক্ষশতা ছাড়ার আগেই বুঝতে পেরেছিলেন আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে নির্বাচনে, সেটা তিনি নানা গোয়েন্দা রিপোর্ট ছাড়াও নিজেই বুঝতে পেরেছিলেন আর যার ফলশ্যুতিতে তিনি নির্বাচন বানচাল করলেন । সেই পরিকল্পনা মাফিকই তার সরকারের আমলে তাই ভোটার লিস্ট হাল নাগাদ হয় নাই । অন্ততঃ নতুন সরকার এসে যেন নির্বাচন করতে না পারে তারই প্রস্তুতি হিসেবে ভোটার লিস্ট হাল নাগাদ হয়নি । ষড়য৩ন্ত্র সফল হল ।

নির্বাচন বানচাল হয়ে গেল ২০০৬ সালের নির্বাচন হতে চলছে ২০০৮ সালে । এর মাঝে দেশের মানুষের কাছে বিএনপি সরকারের আমল অতীত হয়ে যাবে, কেউ সেই ক্ষোভ মনে রাখবে না । সেই পরিকল্পনা ঠিক ছিল, মানুষ ভুলে গেছে দুই বছর আগেও তারা কেমন ছিল !! ততোদিনে বিএনপি অন্ততঃ নির্বাচনে প্রতিযোগিতায় ফিরে আসতে পারবে । কিন্তু বিধিবাম. কেননা বিএনপি ভেঙ্গে গেল, সংস্কারবাদীদের জন্য । সেই দুই বছর পিছিয়ে গেলও বিএনপি ঐক্যবদ্ধ হয়নি বরং আরো ভেংগেছে ।

তোই নির্বাচনে অংশ নেয়ার আগে থেকেই বিএনপি বুঝতে পারছে যে তাদের দিন শেষ, জনগন ভোট দেবে না । সেই জন্যই তিনি বলতে শুরু করেছেন, নির্বাচনের ফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে, যেই ষড়যন্ত্র তিনি ২০০১ সালে সফল ভাবে করছিলেন । তিনি বলছেন , নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে !! সবই তিনি নিজের মতন করে ভাবেন । শুধু তাই নয় শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চলছে এমন সংবাদ আসার পরই খালেদা জিয়া দেখলেন এই পরীক্ষা তিনি পিছিয়ে পড়েছেন , তাই দুই মাইল দূরে গ্রেনেড পাওয়ার খবর শুনেই তিনি বললেন , আমাকে হত্যার ষড়যন্ত্র চলছে । এ কেমন হীনমন্যতা ??


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.