আমাদের কথা খুঁজে নিন

   

বুশকে ছোঁড়া জুতার ৩ লাখ অর্ডার

অজানা গন্তব্যহীন পথে হঠাৎ নানা ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ উদ্দ্যেশ্যের জন্ম হয় নিজের মাঝে, । সেই গন্তব্যহীন পথে নানা নতুন নতুন উদ্দ্যেশ্যের পিছনে আমার ছুটে চলা, আমার বিরামহীন পথ চলা।

বিশ্বের সবচেয়ে আলোচিত ইরাকি সাংবাদিকের এক জোড়া কালো চামড়ার জুতা তুরস্কের এক শ’ পরিবারে সচ্ছলতা এনে দিয়েছে। ওই জুতা মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের যশ খ্যাতি ধুলায় মিশিয়ে দিলেও ভাগ্য খুলে দিয়েছে তুরস্কের এক জুতা কোম্পানির। বাগদাদে বুশকে জুতা নিপেকারী ইরাকি সাংবাদিক মুনতাদের আল-জাইদির সেই ২৭১ মডেলের ৩ লাখ জোড়া জুতার অর্ডার পেয়ে ই¯াম্বুল ভিত্তিক বায়দন সু কোম্পানি চাপ সামাল দিতে শতাধিক লোককে তার কারখানায় নিয়োগ দিয়েছে। এই কো¤পানিটি ¯স্বাভাবিকভাবে যে পরিমাণে অর্ডার পেয়ে থাকেন এবার তার চেয়ে চারগুণ বেশি পেয়েছে। জানা গেছে, ৩ লাখ জোড়া জুতার মধ্যে এক লাখ ২০ হাজার জুতার অর্ডার পেয়েছে ইরাক থেকে। একটি মার্কিন কো¤পানিও ১৮ হাজার জোড়া জুতার অর্ডার দিয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.