আমাদের কথা খুঁজে নিন

   

Offline এ থেকেই বুশকে জুতা মারুন...!!!

মৃত্যুই মুক্তি হলে জীবন কেন
বুশের মত এই জঘন্য ব্যক্তিকে যদি Online এ Login থাকা আবস্থায় সর্বদা জুতা মারা সম্ভব না হয় তবে এই Flash Games গুলো Download করে নিন । আর Online অথবা Offline যেখানেই থাকুন না কেন বুশকে জুতা মেরে যান। File Size: 2.99 MB Game No 01: নামঃ Sock and Awe! রেটিং: Awesome Game টির সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আপনাদের সবার পরিচিত সেই Famous Game। Game No 02: নামঃ Yes You Can! রেটিং: OKAY Game টি একটু জটিল।

তবে আশাকরি মজা লাগবে। একটু হিসাব নিকেশ করে জুতাটা মারতে হবে আরকি। একটু উল্টা পাল্টা হলে বুশের গায়ে লাগার সম্ভাবনা কম। Game No 03 নামঃ Bush Not Alone রেটিং: Good অন্য Game গুলো থেকে এটার পার্থক্য অতি সামন্য। তবে এটাতে শুধু বুশ নয় সাথে ইরাকে আমেরিকার দালাল সরকারের প্রধানমন্ত্রী নুরে আল মালেকি কেও জুতা মারতে পারবেন।

আপনাকে দুইটা জুতা দেওয়া হবে। জুতা শেষ হয়ে গেলে Space চাপ দিয়ে মাউসের সাহায্যে আরও দুইটা জুতা তুলে নিতে হবে। Game টা সময়ের সাথে সাথে একটু Tough হতে থাকবে। Game No 04: নামঃ Flying Babush রেটিং: Don't Give A Damn এই Game টি সবচেয়ে ভিন্ন। বুশকে জুতা মারার পরিবর্তে আপনাকে এখনে বুশকে নিয়ে খেলতে হবে।

আর অসংখ্য জুতাকে Dodge দিতে হবে। যেভাবে খেলবেন: প্রথমে এই ফাইলটি Download করুন। Download করার পর Bush নামে একটি zip ফাইল দেখবেন। ওটার ভিতরে Game নামের যে Folder আছে সেখানে নাম অনুযায়ী Game গুলো পাবেন। আর যাদের PC তে Adobe Flash ইনিষ্টল করা নেই, তারা “Swf Player” নামক Folder থেকে “SWF & FLV Player” টি Install করে নিলেই Game গুলো খেলতে পারবেন।

ট্রাবল শুটিং: ০১. SWF & FLV Player প্রতিবার Open করেলেই দেখবেন একটি বিরক্তিকর Playlist। অনেক চেষ্টা করেও আমি এটাকে চিরতরে বন্ধ করার কোন পথ পাইনি। আপনি Alt + P চেপে এটার অস্তিত্ব সমান্য সময়ের জন্য হলেও ধ্বংস করুন। কি আর করা যায় বলুন? Free জিনিসের কাছে এর বেশি আর কি আশা করা যায়? ০২. “Flying Babush” গেমটি খেলতে গেলে শুরুতে দেখবেন শুধু বুশের একটি মাথা দেখা যাচ্ছে। চিন্তা নেই “SWF & FLV Player” এর Play Button টি Click করুন দেখবেন Game টি শুরু হয়ে যাবে।

এভাবে ... এরপর দেখবেন Game শুরু.... । Play লেখায় ক্লিক করে Game খেলতে শুরু করুন। পরিশেষঃ আর এভাবেই বুশকে জুতাতে থাকুন দিন রাত চব্বিশ ঘন্টা। ওহ কয়েকটা Game এর নাম আমার নিজের দেওয়া। ।

আর বন্ধুদের সাথে Game গুলো Share করতে ভুলবেন না কিন্তু... ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।