আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভিতরে ক্ষোভ, গ্লািন / তোমার জন্য কিছুই করেতে পারিনি - বুশকে লেখা একটি প্রেমের কবিতা



শেষ উপহার এর চেয়ে কত মধুর হতে পারতো? লক্ষ নিযুত বার তোমাকে নিয়ে ভেবেছি। তুমি চলে যাচ্ছো বলে আমার ভিতের একধরণের অপরাধবোধ জন্ম নিয়েছে আমি তোমার জন্য কিছুই করতে পারেনি আমার ভিতরে ক্ষোভ, গ্লানি তোমার জন্য কিছুই করেতে পারিনি এই অক্ষমতা। এই না পারার বেদনা তুমি বুঝবে না। তাই লক্ষ নিযুত বার তোমাকে নিয়ে ভেবেছি হে মহান মিথ্যাবাদি বুশ তোমার জন্য আমার পক্ষ থেকে মুনতাজের আল-জাঈদিরকাছ থেকে এই সামান্য উপহারটুকু গ্রহন করো আমার ভিতেরের ক্ষোভ, গ্লানি ও বেদনা থেকে সামান্যতম মুক্তি দেয়ার জন্য আবারো ধণ্যবাদ তোমাকে হে মহান মিথ্যাবাদি বুশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.